বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে গোটা দেশজুড়ে কৃষি বিল পাস করা হয়েছিল। তখন থেকেই এই বিলের বিরোধিতা করেছিল দেশের কৃষকরা। তবে ধীরে ধীরে সেটা আন্দোলনের রূপ নিচ্ছে। এতদিন পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরোধিতা করলেও এবার কৃষকরা দিল্লির পথে যাচ্ছেন। বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানার বিপুল সংখ্যক কৃষক দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
ইতিমধ্যেই বহু কৃষক দিল্লির বুরারির নিরঙ্কারি সমাগমের মাঠে জড়ো হয়েছেন, ধীরে ধীরে আরও অনেক কৃষক সেই আন্দোলনে যোগদান করছেন। সেখানেই কৃষক সংগঠনগুলি নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। সেই আলোচনার পরেই আগামী গতিপথ ঠিক করবে কৃষক সংগঠনগুলি।
https://twitter.com/harbhajan_singh/status/1332354808901111808?s=20
কৃষক আন্দোলন ঠেকানোর জন্য ইতিমধ্যেই পুলিশ দিয়ে কৃষকদের ওপর অত্যাচার শুরু করা হয়েছে। নানাভাবে অত্যাচার করে কৃষকদের এই আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের ওপর জলকামান, কাঁদুনে গ্যাস এমনকি অনেক সময় পুলিশ বন্দুক উঁচিয়েও কৃষকদের অত্যাচার করেছেন, সেই সংক্রান্ত বহু ছবিই ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার কৃষকদের সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।
টুইট করে হরভজন সিং লিখেছেন, ” কৃষকরা তো আমাদের অন্নদাতা। আমার মনে হয় যারা আমাদের অন্ন যোগান দেয় তাদের কিছুটা সময় দেওয়া উচিত। পুলিশের সাথে কৃষকদের ঝামেলা না বাড়িয়ে কৃষকদের কথা একবার শোনা উচিৎ। দয়া করে একবার কৃষকদের কথা শুনুন। জয় হিন্দ।”