রান্নার গ্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের! ভোটের আগেই দেশবাসীর জন্য নয়া চমক

বাংলাহান্ট ডেস্ক : বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে এক হাত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। যতই লোকসভা ভোট কাছে আসছে ততই বিজেপি সরকারের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মূল্যবৃদ্ধি। ডান – বাম সব পক্ষই কেন্দ্রীয় সরকারকে মূল্য বৃদ্ধি নিয়ে দোষারোপ করছে। মূল্যবৃদ্ধি নিয়ে সমাধানের পথ খুঁজতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী একটি অনুষ্ঠানে দাবি করেন, সরকার চেষ্টা করছে রান্নার গ্যাসের (Lequified Petroleum Gas) দাম কমানোর। এই আবহেই আবার খবর আসছে রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া নিয়ে সরকার নিতে চলেছে নতুন সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রীর এই মন্তব্য রীতিমতো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক নেতৃত্বরা।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, “গ্যাস সিলিন্ডারে আমরা দুশো টাকা করে ভর্তুকি দিচ্ছি। করোনা মহামারীর সময় আমরা তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দিয়েছিলাম অনগ্রসর শ্রেণীর পরিবারগুলিকে। গ্যাসের দাম যাতে কমানো যায় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।”

আরোও পড়ুন : গঙ্গার থেকেও বড় নদী আছে ভারতে! নাম জানেন কী?

একটি পরিসংখ্যান অনুযায়ী ৩১.৩৬ কোটি গ্যাস সিলিন্ডার সংযোগ রয়েছে ভারতে। এরমধ্যে উজ্জ্বলা যোজনার আওতায় পড়েন ৯.৬ কোটি গ্রাহক। আন্তর্জাতিক বাজারে ২০২০ থেকে ২০২২ এর মধ্যে প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। কিন্তু সেই তুলনায় গ্যাসের দাম বৃদ্ধি হয়নি ভারতে।

lpg gas cylinder

এর ফলে প্রায় ২৮ হাজার কোটি টাকা লোকসান হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির। লোকসান কমাতে কেন্দ্রীয় সরকার কোম্পানিগুলোকে এককালীন ২২ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জ্বালানির দামে বদল করতে পারে কেন্দ্রীয় সরকার।

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে এর আগে বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার। জানা যাচ্ছে আগামী বছরও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাবদ বার্ষিক ২৪০০ টাকা ছাড় দেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট। উল্লেখ্য প্রতিবছর সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে পাওয়া যায় বারোটি করে সিলিন্ডার।

hardeep singh puri

পরিবার পিছু ২০০ টাকা করে ভর্তুকি পাওয়া যায় উজ্জ্বলা যোজনার অধীনে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি গত ১লা আগস্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক গ্যাসে ১০০ টাকা করে দাম কমানোর। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস বর্তমানে ১৮০২.৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর