বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ এর শেষ প্রান্তে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি অবশ্য একা ছিলেন না, নিজের দাদা ক্রুনাল পাণ্ডিয়াকেও (Krunal Pandya) সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। তাদের সেই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন হার্দিক পান্ডিয়া। বলা ভালো অমিত শাহ নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে সাক্ষাতের জন্য।
কিন্তু কেন তার সঙ্গে দেখা করেছেন অমিত শাহ? হার্দিক কি ক্রিকেটার থাকাকালীনই রাজনীতির সঙ্গে যুক্ত হবেন? এইসব প্রশ্নের কোনও উত্তর অবশ্য পাওয়া যায়নি হার্দিক বা অমিত শাহ কারোর কাছ থেকেই। হার্দিক পান্ডিয়া শুধুমাত্র ছবিগুলি পোস্ট করে লিখেছেন আপনার সঙ্গে অমূল্য সময় কাটাতে পেরে আমরা গর্বিত। আমাদেরকে আমন্ত্রণ করার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ধন্যবাদ?”
Thank you for inviting us to spend invaluable time with you Honourable Home Minister Shri @AmitShah Ji. It was an honour and privilege to meet you. pic.twitter.com/KbDwF1gY5k
— hardik pandya (@hardikpandya7) December 31, 2022
হার্দিক পান্ডিয়া ভবিষ্যতে ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হবেন এমনটা আশঙ্কা করছেন অনেকেই। সম্প্রতি অফ ফর্মে থাকা লোকেশ রাহুলের কাছ থেকে ওডিআই ফরম্যাটের সহ অধিনায়কের পদ কেড়ে নেওয়া হয়েছে এবং সেটি দিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের টি-টোয়েন্টি দলকে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে।
এই মুহূর্তে হার্দিকদের হাতে কিছুটা খালি সময় রয়েছে। তারপর তার নেতৃত্বেই ৩ রা জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। আগামী বছরে তাকে এই ভারতীয় দলের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হতে পারে এমন ধারণাও উঠে আসছে এবার।
গত মরশুমের আইপিএলে প্রথমবার অধিনায়ক হিসেবে কোন দলের দায়িত্ব নিয়ে নতুন ফ্রাঞ্চাইস গুজরাট টাইটান্সকে (Gujrat Titans) চ্যাম্পিয়ন করে অধিনায়ক হিসেবে নিজের জাত চিনিয়ে ছিলেন হার্দিক। আইপিএলে সাফল্য পাওয়ার পর থেকে তাকে একাধিকবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখা গিয়েছে। ব্যক্তিগতভাবে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই ভালো ছন্দে রয়েছেন তিনি।