সৌরভের পরামর্শ মানলেন না হার্দিক পান্ডিয়া, এক ঝটকায় নিলেন বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইদানিং বার বার শিরোনামে উঠে আসছেন। সৌরভ গাঙ্গুলিকে নিজের সময়ের আগ্রাসী খেলোয়াড়দের মধ্যে একজন বলে গণ্য হন। এমন পরিস্থিতিতে তিনি ভারতীয় দলের ক্রিকেটারদের পরামর্শও দিতে থাকেন। কিন্তু সম্প্রতি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সৌরভ গাঙ্গুলীর একটি পরামর্শ উপেক্ষা করেছেন।

হার্দিক পান্ডিয়া ১০-ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফি তে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই টুর্নামেন্টের জন্য ঘোষিত বরোদা দলে তার নাম নেই। যদিও দলে তার ভাই ক্রুনাল পান্ডিয়ার নাম রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন হার্দিক। তাই নিজের ফিটনেসের দিকে নজর দিচ্ছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিজের ফিটনেস সমস্যা কাটাতে রিহ্যাব করছেন তারকা ক্রিকেটার।

Hardik Pandya and Sourav Ganguly

বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে বিবৃতি দিয়েছিলেন যে তিনি হার্দিক পান্ডিয়াকে রঞ্জি ট্রফিতে খেলতে দেখতে চান। সৌরভ বলেছিলেন, “হার্দিক পান্ডিয়া চোট পেয়েছিলেন এবং তাকে পুরোপুরি সেরে উঠতে বিরতি দেওয়া হয়েছে, যাতে তিনি দীর্ঘ সময় ভারতীয় দলের হয়ে খেলতে পারেন। আমি নিশ্চিত যে তাকে রঞ্জি ট্রফিতে তাকে খেলতে দেখা যাবে।” কিন্তু এখন দেখা যাচ্ছে যে হার্দিক চলতি মরশুমের সালের রঞ্জি ট্রফিতে না খেলায় সিদ্ধান্ত নিয়েছেন।

১০-ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির জন্য বরোদা দলের অধিনায়ক করা হয়েছে কেদার দেওধরকে। একই সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে বিষ্ণু সোলাঙ্কিকে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন রঞ্জি ট্রফির জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে। তাতে হার্দিক পান্ডিয়া না থাকার অর্থ আইপিএল ২০২২-এ সরাসরি তাকে হায়দরাবাদের হয়ে নামতে দেখা যাবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর