আবার আম্বানিদের সংসারে ফিরছেন হার্দিক! এই কারণে IPL জেতা সত্বেও গুজরাট টাইটান্স ছাড়ছেন তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL 2024) নতুন মরশুম শুরু হওয়ার আগে একটা বড় খবর পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। গুজরাট টাইটান্স (Gujrat Titans) তাদের প্রথম মরশুমেই আইপিএলের খেতাব জেতানো অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার নেতৃত্বে টানা দুই মরশুম আইপিএল ফাইনাল খেলেছে টাইটান্সরা। অধিনায়কত্বের পাশাপাশি তাদের জার্সিতে অলরাউন্ডার হিসেবেও স্মরণীয় পারফরম্যান্স করেছে এই তারকা ক্রিকেটার।

hardik ipl trophy

কোথায় যাবেন হার্দিক:

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী হার্দিক আবারও ফিরছেন তার পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) প্রত্যাবর্তন করবেন। হার্দিক পান্ডিয়া দল ছেড়ে যাওয়ার পর আইপিএলে মনে রাখার মতো কিছু করতে পারেনি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। অপরদিকে শোনা যাচ্ছে হার্দিক দল ছাড়লে শুভমান গিলকে গুজরাট টাইটান্সের নেতৃত্বর দায়িত্ব দেওয়া হতে পারে।

কেন গুজরাট টাইটান্স ছাড়বেন হার্দিক?

দুই বছর সাফল্যের সঙ্গে গুজরাট টাইটান্সে অতিবাহিত করার পর কেন আচমকা সেই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চাইছেন তারকা অলরাউন্ডার। জানা গিয়েছে যে গুজরাটের দলটির মালিকদের দল পরিচালনা করার ব্যাপারে খুশি নন হার্দিক। ইতিমধ্যেই মতবিরোধ দেখা গিয়েছে দুই পক্ষের মধ্যে। বড় কোনও ঝামেলা হওয়ার আগে নিজেই সরে যেতে চাইছেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সই কেন পছন্দ হার্দিকের:

এখন প্রশ্ন হলো যে হার্দিকের কাছে কি আর অন্য অফার নেই? কেন ফের একবার নিজের পুরোনো দলে ফিরতে চাইছেন তিনি। এই প্রশ্নের জবাব পাওয়া গিয়েছে বিসিসিআইয়ের এক সূত্র মারফত। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি দাবি করেছেন, “গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন হার্দিক। বিশ্বকাপ শুরু হওয়ার এক দুই মাস আগেই মুম্বাই ইন্ডিয়ান্স আর হার্দিক সমঝোতা করে ফেলেছে। গুজরাটের মালিকদের সঙ্গে হার্দিকের দূরত্ব ক্রমশই বেড়ে চলেছিল।”

hardik miller

আরও পড়ুন: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ এক করে দিলো ভারত ও পাকিস্তানকে! জানুন কেন;

কবে মাঠে ফিরবেন হার্দিক?

আপাতত গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে এই চোট পেয়েছিলেন তিনি। তার অভাব বিশ্বকাপ ফাইনালে অনুভব করেছে রোহিত শর্মার ভারতীয় দল। তিনি কতদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন সেটা এখনো জানা যায়নি। তবে আশা করা যায় আগামী বছরের শুরুর দিকেই ফের একবার মাঠে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে। আইপিএলে নামতে তার কোনও অসুবিধা হবে না বলেই এখনো পর্যন্ত পাওয়া খবর থেকে ধারণা করা যাচ্ছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর