ক্রিকেট পরে হবে, আপাতত নিউজিল্যান্ডের মাটিতে টোটো চালাচ্ছেন হার্দিক ও উইলিয়ামসন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে হারার পর ভারতীয় সমর্থকরা খুবই মুষড়ে পড়েছিলেন। টানা নয় বছর ধরে কোন আইসিসি ট্রফি না জিততে পারার যন্ত্রণা তাদেরকে অস্বস্তিতে ফেলেছিল। অনেক সিনিয়র প্রাক্তন ক্রিকেটাররা ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন। বড় বড় তারকা সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলে তরুণ ক্রিকেটারদের সম্বল করে তারা টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে এগুনোর পরামর্শ দিচ্ছেন।

এর মাঝে সম্পূর্ণ তরুণ স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেছে হার্দিক পান্ডিয়ার ভারতীয় দল। আগামী শুক্রবার ওয়েলিংটনের মাটিতে নিউজিল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আরম্ভ হবে। তার আগে সেই সিরিজের প্রচারের অংশ স্বরূপ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ফটোশ‍্যুট করতে দেখা গিয়েছে। সেই ফটো শুটের একটা অংশ ছিল নিউজিল্যান্ডের “ক্রকোডাইল বাইক” রাইড যা অনেকটা আমরা বাঙালিদের টোটোর মতো একটি যান। এটি ওয়েলিংটনের একটি বিশেষ দ্রষ্টব্য বস্তুও বটে। সাধারণত এটি দুইরকমের হয়। ছোট গাড়িগুলিতে ৫ জন এবং বড় গাড়িগুলিতে সর্বাধিক ৮ জন একসঙ্গে ভ্রমণ করতে পারেন।

ঘরের মাটিতে ভারতের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় শিবিরের প্রশংসা করেছেন কেন উইলিয়ামসন। বেশ কিছু তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে সম্পূর্ণ তরুণ ক্রিকেটার নিয়ে এই সিরিজে আসার পরও ভারতীয় দলকে যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে বলে মনে করছেন তিনি। তার মতে এইমুহূর্তে ভারতীয় ক্রিকেটের গভীরতা বিপুল এবং এই সিরিজের দলটাতেও অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন।

হার্দিক পান্ডিয়া জানিয়েছেন যে বাকি সমর্থকদের মতো তারা নিজেরাও টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ফলাফলের পর অত্যন্ত হতাশ। কিন্তু আনন্দের মুহূর্ত গুলো যেমন মেনে নিতে হয় তেমনি কষ্টের মুহূর্তগুলো মেনে নিয়ে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন হার্দিক। সেইসঙ্গে তরুণ ব্রিগেট নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে পা রাখলেও তারা সিরিজ জিতে ফেরার লক্ষ্য নিয়েই সেই দেশে পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি।

হার্দিক জানিয়েছেন যে এই সিরিজ থেকেই তাদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে। এই সময় অনেক তরুণ ও নতুন ক্রিকেটারকে ভারতীয় দলের সুযোগ দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে যারা সকলকে প্রভাবিত করতে সক্ষম হবেন নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে তারা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাবেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর