“হার্দিক জ্বালানি হীন, ভাঙা ইঞ্জিনওয়ালা প্লেনকেও নিরাপদে মাটিতে নামাতে পারবে”, মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স ভারতীয় দলকে ভরসা দিচ্ছে। অবশ্যই তিনি দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজে নিখুঁত ব্যাটিং করেননি। বরং বেশ কয়েকবার তার ক্যাচ পড়েছে। এমনকি কাল ডেভিড মিলার এর মত দুরন্ত ফিল্ডার ও তার ক্যাচ ফেলেছেন। কিন্তু এইসব ঘটনা হার্দিকের মনের ওপর কোনো প্রভাব ফেলছে না। পাল ভাগ্যের সহায়তা পাওয়ার পর তিনি অপরাজিত ৩১ রান করেন যা ভারতকে বড় স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেছিল।

গোটা আইপিএলে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ব্যাট এবং বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হার্দিক। তারপর ভারতীয় দলে এসেও নিজের স্বাভাবিক ব্যাটিং অব্যাহত রেখেছেন। তবে কালকে তার ভাগ্যের সহায়তা দেখে তাকে নিয়ে কিছুটা মজা করেছেন প্রাক্তন ভারতীয় লেগস্পিনার অমিত মিশ্রা।

অমিত মিশ্রা কাল হার্দিকের ভাগ্যের সহায়তা দেখে মজা করে টুইট করেছেন যে হার্দিক আজ এতটাই ভাগ্যবান যে তিনি যদি জ্বালানি হীন একটি প্লেন নিয়ে আকাশে ওড়ে এবং সেই প্লেনের ইঞ্জিনও খারাপ হয়ে যায় এবং প্রবল ঝড়ের মুখোমুখি হয় তাহলেও হার্দিক প্লেনটিকে তার নিজস্ব গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে পারবে।

কাল হার্দিক খুব একটা ভালো বোলিং করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে খুব ভালোভাবে সামলে ছিল ভারতীয় বোলাররা। হেনরিখ ক্লাসেন সর্বোচ্চ ২৯ রান করেন। দুরন্ত বোলিং করেন যজুবেন্দ্র চাহাল এবং হর্ষল প্যাটেল। প্যাটেল চারটি এবং চাহাল তিনটি উইকেট নেন। ১৯.১ ওভারে ১৩১ রান তুলে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর