বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে। অনেকেই এই জয়কে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের শ্রেষ্ঠ জয় বলে আখ্যা দিচ্ছেন। আর এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণরূপে দেওয়া হচ্ছে বিরাট কোহলিকে। যে ভঙ্গিতে তিনি কাল পাকিস্তানের পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেছেন, তেমনটা বিশ্ব ক্রিকেটের খুব বেশি ব্যাটারের করার ক্ষমতা নেই। কিন্তু বিরাট কোহলির জ্যোতিতে একজনের অবদানের কথা অনেকেই ভুলে যাচ্ছেন।
কাল বিরাট কোহলির সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে ভারতকে জয় পেতে সাহায্য করেছেন হার্দিক পান্ডিয়াও। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে অত্যন্ত মন্থরগতিতে ব্যাটিং করেছেন হার্দিক। কিন্তু ঠিক সময়ে মহম্মদ নওয়াজের ওভারে দুটি ছক্কা মেরে পাল্টা আক্রমণের পথটা প্রশস্ত করেছিলেন তারকা অলরাউন্ডারই। তার ৩৭ বলে ৪০ রানের ইনিংসটিও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এছাড়া প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় বল হাতে একই ওভারে শাদাব খান ও হায়দার আলীকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ভাঙ্গন ধরানোর কাজটা করেছিলেন তিনিই। বল হাতে কিছুটা রান বিলিয়েছেন তিনি কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথে ৪-০-৩০-৩ পরিসংখ্যান নেহাত ফেলনা নয়।
কাল নিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রাক্তন পাক পেসার উমর গুলকে ছাড়িয়ে গিয়েছেন হার্দিক। টি-টোয়েন্টিতে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন পাক তারকা। ৬ ইনিংস হাত ঘুরিয়ে তার ঝুলিতে ছিল ১১ উইকেট। তার সেই রেকর্ড ভেঙে কাল বল হাতে নিজের এই দ্বৈরথে পঞ্চমবার হাত ঘোরানোর সুযোগ পেয়ে ১১টি উইকেট পেয়ে গিয়েছেন হার্দিক।
হার্দিক ছাড়াও গতকাল ভারত-পাক দ্বৈরথে ১১ উইকেট পেয়ে উমর গুলকে ছুঁয়েছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তিনি এই উইকেট সংখ্যায় পৌঁছতে সময় নিয়েছেন ৭টি ইনিংস। কাল ভুবনেশ্বর কুমার ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করেছেন। প্রথম স্পেলে কৃপণ বোলিং করার পর দ্বিতীয় স্পেলে ২০তম ওভারে বিপজ্জনক শাহিন আফ্রিদির উইকেট নিয়েছিলেন তিনি।