পন্থ, ঈশান কিষান ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন সুযোগ পাননি সঞ্জু স্যামসন! জবাব দিলেন হার্দিক পান্ডিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল ১-০ ফলে জয়লাভ করেছে। সেই জয়ের কৃতিত্ব অনেকটাই দিতে হয় ভারতের অধিনায়ক, বোলার এবং সূর্যকুমার যাদবকে। কারণ ভারতীয় দলের কিছু জায়গার প্রদর্শন এই সিরিজে একেবারেই ভালো ছিল না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর ঈশান কিষান ও রিশভ পন্থের কাছে দুর্দান্ত সুযোগ ছিল নিজেদেরকে ভারতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে প্রতিষ্ঠা করার। কিন্তু তারা দুজন দুটি ইনিংসে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাদের সঙ্গে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন শ্রেয়স আইয়ারও। খুব স্বাভাবিকভাবেই এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যে সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটার উপলব্ধ থাকা সত্ত্বেও তাকে কেন সুযোগ দিলেন না ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এই ব্যাপারে হার্দিক পান্ডিয়া মুখ খুলেছেন। যে তিনি বুঝতে পারছেন যে সঞ্জু স্যামসনের পক্ষে বিষয়টা সহ্য করা কতটা কষ্টকর। মূলত ট্যাকটিক্যাল কারণেই তাকে দলে জায়গা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তবে সঞ্জু স্যামসন ভবিষ্যতে অবশ্যই ভারতীয় দলের সুযোগ পাবে বলে জানিয়েছেন হার্দিক।

সেই সঙ্গে তার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হলে হার্দিক সাফ জানিয়ে দেন, “আমার দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা ভারতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখেন। আর এটা আমার দল আমি যাকে মনে করব দলের জন্য উপকারী তাকেই সুযোগ দেব। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকেই সুযোগ পাবেন এবং যখন সুযোগ পাবেন তখন তারা দীর্ঘ সময়ের জন্য সুযোগ পাবেন।”

hardik team india

এরপর হার্দিক এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাইরে বসে টিভিতে কোন বিশেষজ্ঞ কি বলছেন সেই নিয়ে তিনি বিন্দুমাত্র মাথা ঘামান না। প্রত্যেকটি পরিস্থিতিতে তিনি কেমন দল নামানো উচিত সেই নিয়ে নিজের কোচের সঙ্গে আলোচনা করেন এবং সেই অনুযায়ী ক্রিকেটারদের মাঠে নামান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর