IPL শুরু হতে না হতেই বিপত্তি! BCCI-র বড়সড় জরিমানার সম্মুখীন হার্দিক পান্ডিয়া

Published On:

বাংলা হান্ট ডেস্ক: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) IPL ২০২৫-এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি। কারণ তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন। এদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স IPL ২০২৪-এ তিনবার স্লো ওভার রেটে বল করেছে। এজন্য এক ম্যাচের জন্য “ব্যান” হয়েছিলেন হার্দিক। তবে, তিনি IPL-এর ১৮ তম আসরে দলের দ্বিতীয় ম্যাচে প্রবেশ করেন এবং অধিনায়কত্বের দায়িত্ব নেন।

বড়সড় জরিমানার সম্মুখীন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya):

যদিও, ওই ম্যাচেও তাঁর (Hardik Pandya) অধিনায়কত্বে দল একই ভুলের পুনরাবৃত্তি করেছে। যার জন্য তাঁকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। এজন্য ম্যাচের মাঝখানে তাঁকে সতর্ক করেন আম্পায়াররা। পরে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI অধিনায়ক হার্দিককে লক্ষ লক্ষ টাকা জরিমানা করেছে।

Hardik Pandya faces huge fine from BCCI.

জানিয়ে রাখি যে, গত ২৯ মার্চ অর্থাৎ শনিবারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স সময়মতো ২০ তম ওভার শেষ করতে পারেনি। এরজন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে শাস্তি দেওয়া হয়েছিল। ফলে শেষ ওভার বোলিং করার সময় ৩০-গজ ব্যাসার্ধের বাইরে মাত্র ৪ জন খেলোয়াড় রাখতে পেরেছিল ওই দল। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ১২ লক্ষ টাকার জরিমানা করেছে IPL আয়োজকরা।

আরও পড়ুন: পাকিস্তানের “বন্ধু”-র ঘুম উড়িয়ে বড় পরিকল্পনা ভারতীয় বায়ুসেনার! জানলে হবেন অবাক

IPL দ্বারা জারি করা অফিসিয়াল মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে, “আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ৯ নম্বর ম্যাচে স্লো ওভার-রেট বজায় রাখার কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) জরিমানা করা হয়েছে। যেহেতু IPL কোড অফ কন্ডাক্টের ধারা ২.২-এর অধীনে এটি তাঁর দলের এই সিজনে প্রথম অপরাধ ছিল, যা ন্যূনতম ওভার-রেট অপরাধের সাথে সম্পর্কিত, তাই, পান্ডিয়াকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।”

আরও পড়ুন: এবার ঝড় তুলবে KKR! ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত এই বিধ্বংসী প্লেয়ার, বেজায় খুশি অনুরাগীরা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এবারের IPL-এ, স্লো ওভার রেটের ৩ টি ঘটনা ঘটলেও, কোনও খেলোয়াড়কে নিষিদ্ধ করা হবে না। পরিবর্তে এবার ডিমেরিট পয়েন্ট সিস্টেম চালু করেছে BCCI। এদিকে, গত মরশুমে স্লো ওভার-রেটের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচের বাইরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। একইসঙ্গে আগের মরশুমে স্লো ওভার-রেটের ঘটনার কারণে চলতি মরশুমে ১ ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X