একটা সময় ট্রাকে চেপে ম্যাচ খেলতে যাওয়ার ছবি শেয়ার করে আবেগে ভাসলেন হার্দিক পান্ডিয়া।

বর্তমান ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটে বলে তিনি দারুন পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় দলের হয়ে। কিন্তু এই পান্ডিয়ায় এক সময় কেমন ছিলেন? কেমন ছিল তার জীবনের যাত্রাপথ? কয়েক বছর আগেই তিনি কোথায় ছিলেন আর এখনইবা কোথায় আছেন? সেই সমস্ত অজানা কথা জানলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, এমনকি সেই সমস্ত দিনের কথা ভাবলে পান্ডিয়া নিজেও অবাক হয়ে যান।

সেই সমস্ত দিন পেরিয়ে লম্বা যাত্রাপথ অতিক্রম করে পান্ডিয়া এখন ভারতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়। ক্রিকেটে তিনি একজন প্রতিষ্ঠিত অলরাউন্ডার। এবার পান্ডিয়া নিজেই তার পুরোনো দিনের সেই সমস্ত ছবি শেয়ার করে কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠলেন। দেখা যাচ্ছে পান্ডিয়া স্থানীয় একটা ক্রিকেট ম্যাচ খেলতে ট্রাকে চেপে যাত্রা করছেন। এই পান্ডিয়া তার ক্রিকেট জীবন শুরু করেছিলেন গুজরাটের একটি অখ্যাত জায়গা থেকে।

IMG 20190920 222437

পান্ডিয়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ছবি শেয়ার করে লিখেছেন একটা সময় ক্রিকেট ম্যাচ খেলতে যেতে গত ট্রাকে চেপে। সেই সময় আমি অনেক কিছু শিখি। আর তারপর কঠোর পরিশ্রম, হার না মানা মানসিকতা এবং কিছুটা কপালের জোরে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এই ভাবেই ভারত – দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আবেগে ভাসলেন ভারতীয় এই অলরাউন্ডার।

সেই সাথে পান্ডিয়া জানিয়েছেন একটা সময় আমাদের দুই ভাইয়ের ক্রিকেট খেলার জন্য অনেক পরিশ্রম করেছেন আমাদের বাবা। বাবা দিনরাত পরিশ্রম করে আমাদের ক্রিকেট খেলার সামগ্রী জোগাড় করেছেন। বাবার সাথে সাথে আমি নিজেও অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছি।

আর পান্ডিয়ার এই ছবি দেখে পান্ডিয়ায় সাথে সাথে তার ভক্তরাও অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। সকলেই পান্ডিয়ায় প্রশংসা করে তাকে আরও এগিয়ে যেতে বলেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর