অধিনায়ক হিসেবে পৃথ্বী শ-এর প্রতি এই ব্যবহার হার্দিকের! মুহূর্তেই ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একজন অধিনায়ক হিসেবে সকল ক্রিকেটারকে সব সময় সম্পূর্ণভাবে খুশি করার কারোর পক্ষেই সম্ভব না। তার মধ্যেও যখন কোন অধিনায়ককে দেখা যায় চেষ্টা করতে তখন তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। ঠিক এমনটাই হয়েছে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে। দিনশেষে তিনি যে ভারতীয় দলের একজন আদর্শ অধিনায়ক সেটা কাল একটি ছোট্ট কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়া সুযোগ দিতে পারেননি মুম্বাইয়ের ওপেনার পৃথ্বী শ-কে। অত্যন্ত কঠিন পরিশ্রম করে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে প্রতিটি ফরম্যাটে রান করে ভারতীয় দলে ফিরেছেন পৃথ্বী। কিন্তু শুভমান গিলের ওপর ভরসা ছিল ভারতীয় দলের। আর ঈশান কিষান অফফর্মে থাকলেও তিনি উইকেটরক্ষক হওয়ায় তাকেও বাদ দেওয়া যায়নি। তাই পৃথ্বীকে গোটা সিরিজ বসে থাকতে হয়েছে ড্রেসিংরুমে।

   

যদিও দলের প্রয়োজনে পরিবর্ত ফিল্ডার হিসেবে বেশ কয়েকবার মাঠে নামতে দেখা গিয়েছে আগ্রাসী ওপেনারকে।কিন্তু কাল ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়া বুঝিয়ে দিলেন যে তারা কোনভাবেই উপেক্ষা করছেন না পৃথ্বীকে। শুধুমাত্র পরিস্থিতির শিকার হওয়ার কারণেই তাকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে। হার্দিকের এই কাজটি নেটিজেনদের মন ছুঁয়ে নিয়েছে।

কাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একদম শেষে হার্দিকের হাতে সিরিজ জয়ের ট্রফিটি তুলে দেওয়া হয়। হার্দিক হাসিমুখে ট্রফিটি নিয়ে এগিয়ে এসে সেটি সরাসরি তুলে দেন পৃথ্বী শ-এর হাতে। হাসিমুখে ট্রফিটি হাতে নিয়ে স্কোয়াডের মধ্যমণি হয়ে ছবি তোলার জন্য দাঁড়ান পৃথ্বী। তাকে দেখে কোন ভাবে মনে হয়নি যে তিনি ভারতীয় একাদশে সুযোগ না পাওয়ার জন্য হতাশ। অদূর ভবিষ্যতে তিনি যাতে ভারতীয় দলে সুযোগ পান সেই আশাই করছেন ক্রিকেটপ্রেমীরা।

শুভমান গিল-কে বাদ না দেওয়ার সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, সেটা কাল ব্যাট হাতে প্রমাণ করে দিয়েছেন ভারতীয় ওপেনার। টি-টোয়েন্টি ফরম্যাটে বছরের শুরু থেকে সুযোগ পেয়ে আসছিলেন তিনি এবং কালকের আগেও বুঝি তার ব্যাট থেকে বলার মত কোনও পারফরম্যান্স উঠে আসেনি। কিন্তু কাল নিজের টি-টোয়েন্টি পিরিয়ডের প্রথম শত রানটি করে ভারতকে ১৬৮ রানের বড় ব্যবধানে যেটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গিল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর