নিউজিল্যান্ড সফরে আগে ভারতীয় দলে বড় ধাক্কা। ফিটনেস পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই কারণেই তাকে ভারতীয় এ দলে রাখা হল না। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ দলের সফরে ভারতীয় অলরাউন্ডার হিসেবে পাঠানো হয়েছে বিজয় শঙ্করকে, তিনি ইতিমধ্যে নিউজিল্যান্ডের রওনা দিয়েছেন।
রঞ্জি ট্রফিতে হার্দিক পান্ডিয়া কে কোন রকম পরীক্ষা-নিরীক্ষা না করেই তাকে ভারতীয় এ দলে রেখেছিল জাতীয় দলের নির্বাচকরা। কিন্তু জানা গিয়েছে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যে দুটো ফিটনেস পরীক্ষা দিতে হয় এই দুটো ফিটনেস পরীক্ষাতেই পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়া। ন্যূনতম যে নাম্বার পেতে হয় তার তুলনায় অনেক কম নাম্বার পেয়েছেন তিনি। উল্লেখ্য ভারতীয় এ দলে সুযোগ পাওয়ার জন্য ইয়ো ইয়ো টেস্ট দিতে হয় না ক্রিকেটারদের, ইয়ো ইয়ো টেস্ট ছাড়াও আরো দুটি গুরুত্বপূর্ণ টেস্ট দিতে হয় সেই দুটি টেস্টেই চূড়ান্তভাবে অসফল হার্দিক পান্ডিয়া।
আগামী 24 শে জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 টি টি-20, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। আর এই সকল ম্যাচের জন্য 15 জনের বদলে মোটামুটি ভাবে ধারণা করা হচ্ছে সতেরো জনের ভারতীয় দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঠিক করা হয়েছিল যে ফিট থাকলেই হার্দিক পান্ডিয়াকে দলে রাখা হবে। কিন্তু হার্দিকের ফিটনেস পরীক্ষা করতে গিয়ে দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য হার্দিক পান্ডিয়া এখনো পুরোপুরি হবে ফিট হয়ে উঠতে পারেনি। আর সেই কারণেই আরও বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে এই অলরাউন্ডার কে।