T-20 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে এল বড় আপডেট, নিজেই জানালেন সত্যতা

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মুহূর্তে ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই হার্দিককে ভীষণ দরকার ভারতের। কিন্তু এবারের আইপিএলে না ভালো ফর্মে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স না ভালো ফর্মে রয়েছেন হার্দিক। একটি ম্যাচ ছাড়া তাঁর ব্যাট মোটামুটি শান্ত থেকেছে। তার ওপর বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি বোলিং করবেন কিনা। কারণ এখনও পর্যন্ত আইপিএলে একবারও বল হাতে দেখা যায়নি তাকে।

যার জেরে অনেকে এও মনে করছিলেন যে হয়তোবা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে যেতে পারেন হার্দিক। কারণ মাত্র তিনজন ফাস্ট বোলারকে দলে রেখেছে ভারত। নির্বাচকরা জানিয়েছিলেন চতুর্থ বোলার হিসেবে দলের হাল ধরবেন হার্দিক। কিন্তু তিনি একটুও বোলিং না করায় স্বাভাবিকভাবেই এ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার বাতাবরণ। যদিও বিসিসিআই তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া বদলে কোন বিকল্প ক্রিকেটারের কথা এখনই ভাবছেন না তারা।

এবার নিজের বিষয়ে বড় আপডেট দিলেন হার্দিক নিজেই। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর হার্দিক বলেন, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং শীঘ্রই তাকে বোলিং করতে দেখা যাবে। অন্যদিকে পাঞ্জাবের বিরুদ্ধে ৪০ রানের মারকুটে ব্যাটিং তাকে অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন পান্ডিয়া। তিনি বলেন, পাঞ্জাবের বিরুদ্ধে রান করায় আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। রানই আপনাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়।

Hardik Pandya1

হার্দিকের ফিটনেস সম্পর্কে কথা বলতে গিয়ে দলের কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, আমরা তাকে বল করতে বাধ্য করতে পারি না। কিছুদিন পর টি -টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে, তাই তখন তাকে সমস্যায় পড়তে হতে পারে। এখন বাকি আইপিএলে ঠিক কবে থেকে বোলিং শুরু করেন হার্দিক, সে দিকেই নজর থাকবে সকলের। কারণ ১০ অক্টোবর পর্যন্ত দল পরিবর্তন করার সুযোগ থাকছে বিসিসিআইয়ের কাছে।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর