বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ওডিআই সিরিজ বড় ব্যবধানে জেতা নিয়েছে ভারত। ওই সিরিজে তাদের একটিও ম্যাচে হারের মুখ দেখতে হয়নি। দহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ ফলে ব্রাউন ওয়াশ করেছে। দাপট দেখিয়ে ওডিআই সিরিজ জয় এর পর এবার ভারতীয় দলের লক্ষ্য হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটি জিতে নেওয়া।
আজ রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে কেউই দের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অভিযান শুরু করবেন সূর্যকুমার যাদবরা। অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটার বিশ্রামে রয়েছেন, তাই তরুণ ক্রিকেটাররা সুযোগ পাবেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার মাথা যন্ত্রণা কমছে না কারণ তার হাতে প্রত্যেকটি জায়গার জন্য একাধিক অপশন রয়েছে।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে পৃথ্বী শ ভারতীয় স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু তাকে খেলাতে হলে বাদ দিতে হবে শুভমান গিল বা ঈশান কিষানের মধ্যে যেকোনো একজনকে। উইকেটরক্ষক হওয়ায় ঈশানকে বাদ দেওয়া সম্ভব নয়। শুভমান গিল ওডিআই তে যতটা বিপদজনক টি-টোয়েন্টিতে এখনো নিজেকে ততটা প্রমাণ করতে পারেননি। কাজেই পৃথ্বীকে খেলাতে গেলে হয়তো গিলকেই বসাতে হবে হার্দিককে।
দ্বিতীয় সমস্যা দলের বোলিং কম্বিনেশন ঠিক করা। হার্দিক পান্ডিয়া নিজে চার ওভার বোলিং করে দিতে পারবেন। তাই দুজন নিয়মিত পেসার নাকি তিনজন নিয়মিত পেসার নিয়ে মাঠে নামবেন হার্দিক সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে। শেষপর্যন্ত যদি হার্দিক দুজন পেসেন্ট নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন তাহলে টি-টোয়েন্টিতে আবারো একবার ‘কুল-চা’ জুটিকে একসাথে মাঠে নামতে দেখা যাবে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: পৃথ্বী শ, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং