পরের বিশ্বকাপের আগে এখন থেকেই বিতাড়িত করা হচ্ছে রোহিত শর্মাকে, তেমনই ইঙ্গিত দিলেন হার্দিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর মাত্র দুই দিন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হারের পর আসন্ন শুক্রবার ফের মাঠে ফিরছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার ভারতীয় সময় দুপুর ১২ টা নাগাদ ওয়েলিংটনের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। তবে এই দলে নেই অনেক নামীদামি ভারতীয় তারকা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ ব্রিগেটকে দিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলেছে ভারতীয় দল।

এই ম্যাচে নামার আগে হার্দিক পান্ডিয়া নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেছেন, “হ্যাঁ, আমরা জানি তখন কি হয়েছিল। স্বাভাবিকভাবেই মন খারাপ হবে সবার। আমাদেরও তাই হয়েছে। কিন্তু খুশির মুহূর্ত গুলো যেমন খুশি বলে মেনে নিতে হয় তেমনি দুঃখের মুহূর্তগুলোকেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই।”

hardik rohit sharma

অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ইতিমধ্যে মত প্রকাশ করেছেন যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে পরবর্তী অধিনায়ক করে ভারতীয় দলের এগোনো উচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর দু’বছর পরে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হবে। সেই সম্ভাবনা নিয়েও এবার মুখ খুলেছেন হার্দিক পান্ডিয়া।

তিনি বলেছেন, “এটা সত্যি যে আসন্ন কিছু সময়ে অনেক তরুণ এবং নতুন ক্রিকেটারকে ভারতীয় দলের সুযোগ দেওয়া হবে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো দুবছর দেরি। তাই কাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হবে বা কাকে দলের নিয়মিত সদস্য করে ফেলা হবে সেটা এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে বলা কোনভাবেই সম্ভব নয়।”

হার্দিক পান্ডিয়া আরও জানিয়েছেন যে এই সিরিজটাই তাদের ভবিষ্যতের টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার প্রথম পদক্ষেপ। বিশ্বকাপের রোডম্যাপে এটা তাদের প্রথম ধাপ। এই মন্তব্যের পর সহমতেই প্রশ্ন উঠছে তাহলে কি প্রথম ধাপেই যখন নিয়মিত অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়, তখন রোহিত যে এই ফরম্যাট থেকে পাকাপাকি ভাবে বাদ পড়তে চলেছেন সেই নিয়ে কি আর কোনও সন্দেহ থাকা উচিত?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর