অবশেষে তিনি ফিরছেন! এবার বিরাট কারনামার পথে হার্দিক, টেক্কা দেবেন বুমরাহকেও

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে T20 সিরিজ শুরু হতে চলেছে। যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রের নবনির্মিত নিউ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হবে। শুধু তাই নয়, এই ম্যাচের মাধ্যমে ১৪ বছর পর গোয়ালিয়রে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। এই শহরে শেষ আন্তর্জাতিক ম্যাচটি ২০১০ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হয়েছিল। ওই ODI ম্যাচে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েন সচিন তেন্ডুলকার। তিনি বিশ্বের প্রথম ব্যাটার যিনি ৫০ ওভারের ফরম্যাটে ২০০ ছুঁয়েছিলেন। তবে, দীর্ঘ কয়েক বছর পর গোয়ালিয়রে ফের ক্রিকেট ভক্তরা আন্তর্জাতিক ক্রিকেট উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি যে, ওই T20 সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এই সিরিজে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya)।

বড় রেকর্ড গড়ার পথে হার্দিক (Hardik Pandya):

পাশাপাশি, হার্দিক (Hardik Pandya) ইতিহাস গড়ার সুযোগও পাবেন। এই সিরিজে পান্ডিয়ার নজর থাকবে জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারের বড় রেকর্ডের দিকে। মূলত, হার্দিক পান্ডিয়া ২ মাসেরও বেশি সময় পরে ক্রিকেটের ময়দানে ফিরে আসতে চলেছেন। শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলেতে গত ২৮ জুলাই তিনি তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে তিনি বিরতিতে ছিলেন। এই সময়ের মধ্যে, টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ খেলে। কিন্তু, হার্দিক দলের অংশ ছিলেন না। এবার তাঁকে দেখা যাবে T20 সিরিজে।

Hardik Pandya is going to create great records.

হার্দিকের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, হার্দিক (Hardik Pandya) যদি এই সিরিজে ভালো পারফর্ম করতে সক্ষম হন, সেক্ষেত্রে তিনি জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে পেছনে ফেলে দেবেন। ১০২ টি T20 ম্যাচের ৯১ টি ইনিংসে হার্দিক ৮৬ টি উইকেট পেয়েছেন। এমতাবস্থায়, যদি তিনি আর ৪ টি উইকেট নেন, তাহলে তিনি বুমরাহের ৮৯ টি T20 উইকেটের সংখ্যা ছাড়িয়ে যাবেন। জানিয়ে রাখি যে, বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে খেলছেন না বুমরাহ। এমন পরিস্থিতিতে হার্দিকের সামনে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে।

আরও পড়ুন: হয়ে গেল রহস্যের সমাধান! এই কারণে ক্রমশ বাড়ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা, জানলে উঠবেন চমকে

দৌড়ে রয়েছেন অর্শদীপও: এদিকে, এই সিরিজে ৫ উইকেট নিলেই ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে যাবেন হার্দিক (Hardik Pandya)। ৮৭ টি T20 ম্যাচে ৮৯ টি উইকেট রয়েছে ভুবির। বুমরাহ ও ভুবিকে ছাড়িয়ে যেতে হার্দিকের যথাক্রমে ৪ ও ৫ টি উইকেট প্রয়োজন। শুধু হার্দিকই নয়, ভুবি ও বুমরাহকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে অর্শদীপেরও। তবে, তার জন্য হার্দিকের চেয়ে বেশি উইকেট নিতে হবে অর্শদীপকে। তাঁর বর্তমানে ৮৩ টি T20 উইকেট রয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ ৯ বছরে এই প্রথম! চলতি মাসেই পাকিস্তান সফরে যাবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, সামনে এল বড় আপডেট

T20 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার:
১. যুজবেন্দ্র চাহাল- ৯৬
২. ভুবনেশ্বর কুমার- ৯০
৩. জসপ্রীত বুমরাহ- ৮৯
৪. হার্দিক পান্ডিয়া- ৮৬
৫. অর্শদীপ সিং- ৮৩


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর