খারাপ পারফরম্যান্সের জের! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় T20 ম্যাচে এই ক্রিকেটারদের ছেঁটে ফেলবেন হার্দিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বছরের শুরুটা জয় দিয়েই করেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মুম্বাইয়ে দুর্দান্তভাবে জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। হাড্ডাহাড্ডি ওই ম্যাচে ভারতের শক্তি জয় পেয়েছে মাত্র দুই রানের ব্যবধানে। কিন্তু ভারত জিতলেও বেশ কয়েকজনের পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে।

আজ পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে আজকের ম্যাচটি জিতলেই ভারত সিরিজ পকেটে পুরে ফেলবে। এই ম্যাচে কোনওরকম ভুল হোক সেটা চাইবেন না হার্দিক পান্ডিয়া। তাই হয়তো প্রথম একাদশে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে।

samson sanju

সঞ্জু স্যামসন: এই পরিবর্তনটি একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্সের সাথে সাথে হাঁটুতে ছোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। এই কারণে তিনি গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তার জায়গায় পরিবর্ত হিসেবে কাকে নামানো হবে তা অবশ্য নিশ্চিত নয়।

শুভমান গিল: গত বছর ওডিআই ফরম্যাটে একাধিক ম্যাচ জিতানো ইনিংস খেলেছেন এই পাঞ্জাব তনয়। কিন্তু বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের সুযোগ পেয়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন। তার বদলে আজ প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াড।

যুজবেন্দ্র চাহাল: ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তিনি তো সাম্প্রতিক অতীতে তার পারফরম‍্যান্স একেবারেই পাতে দেওয়ার মত নয়। আজ তাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে এবং তার বদলে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে জায়গা দেওয়া হতে পারে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর