বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শোচনীয় পরাজয়ের পর ভারতীয় দল মাত্র দু সপ্তাহের মধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল। বৃষ্টিবিঘ্নিত সেই সিরিজ আজ ১-০ ব্যবধানে জিতে নিলো হার্দিকের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। এই সিরিজে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। নিজের অধিনায়কত্বে ভারতকে দুটি সিরিজ জেতালেন তিনি।
এর আগে মূল ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে ছিল তখন হার্দিককে আয়ারল্যান্ড সফরে অধিনায়ক করে পাঠানো হয়। রীতিমতো লড়াই করে সেই টি-টোয়েন্টি সিরিজ জিততে হয়েছিল তাদের। তারপর এই সিরিজে অনভিজ্ঞ ক্রিকেটারদের নীচে ভালোই লড়াই করেছে ভারত। কিন্তু তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও হতাশ হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে তিনি এমন বিবৃতি দিয়েছেন যা সকলকেই অবাক করেছে।
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে টাই হয়ে যায়। এই ম্যাচের পরে অধিনায়ক হার্দিক বলেছেন, ‘আমরা গোটা ম্যাচটা খেলে জয় নিয়েই ২-০ ফলে সিরিজ জিততে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। ম্যাচের এমন একটা সময় এসেছিল যখন আমার মনে হয়েছিল এই উইকেটে আক্রমণই হবে সেরা অস্ত্র। কারণ নিউজিল্যান্ডের বোলিংকে মাথায় চড়তে দেওয়া যায় না। তাহলেই ওরা ভয়ংকর হয়ে ওঠে।
ভারতীয় দল এই সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারেনি বৃষ্টির কারণে। গোটা ম্যাচটাই ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের শতরানের উপর ভর করে বড় ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। অসাধারণ বোলিং করেছিলেন দীপক হুডা, মহম্মদ সিরাজরাও। আজকের ম্যাচটি হারলেও তাদের সিরিজ খোয়াতে হতো না।
কিন্তু আজকের ম্যাচে নিউজিল্যান্ড অসাধারণ শুরু করেছিল। এক সময় মনে হচ্ছিল অর্ধশতরান করা দুই ক্রিকেটার ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডকে বিশাল বড় স্কোরে পৌঁছে দেবেন। কিন্তু সিরাজ এবং অর্শদীপের দুরন্ত ডেথ বোলিংয়ের দৌলতে তেমনটা হয়নি। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল ১৬১। এই রান তাড়া করতে নামার পর নয় ওভারে চার উইকেট হারিয়ে হার্দিক পান্ডিয়ার আগ্রাসে ব্যাটিং এর কারনে ৭৫ রান তুলতে পেরেছিল ভারত। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় এবং দেখা যায় নিয়ম অনুযায়ী ভারতের এই সময় ৭৫ রান প্রয়োজন ছিল ম্যাচটি টাই করার জন্য। ফলে অমীমাংসিত হবেই ম্যাচটি শেষ হয়।