বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের তারকা খেলোয়াড় তথা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) প্রায় সবসময় থাকেন খবর শিরোনামে। তবে, এবার তিনি যা করলেন তা খুব সহজে জিতে নিয়েছে অনুরাগীদের মন। আসলে বিশেষ একজনকে কথা দিয়ে কথা রেখেছেন তিনি। আর এই বিষয়টিই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসলে, প্রথমবারের মতো টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার পর মহিলা ক্রিকেটার কাশভি গৌতমকে তিনি একটি বিশেষ উপহার দিয়েছেন। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যদি তুমুল ভাইরাল হয়েছে।
মন জিতলেন হার্দিক (Hardik Pandya):
মূলত, উইমেনস প্রিমিয়ার লিগের এলিমিনেটরের সময়ে, হার্দিক (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্সের মহিলা দলের জন্য উৎসাহ দিতে এসেছিলেন। সেই সময়ে তিনি ভারতীয় খেলোয়াড় কাশভি গৌতমের সাথে দেখা করেন।কাশভি হার্দিকের একজন বড় ভক্ত। এমনকি, তিনি তাঁর ব্যাটে HP33 লিখে রাখেন। যা হার্দিকের নামের এবং তার জার্সি নম্বরের আদ্যক্ষর। কাশভি হার্দিকের মতোই বোলিং এবং ব্যাটিং ভালোবাসেন। ডব্লিউপিএলে সাক্ষাৎ হওয়ার সময়ে, পাণ্ডিয়া কাশভিকে বলেছিলেন যে তিনি তাঁর প্রয়োজন অনুসারে ব্যাটের ওজন কমিয়ে পাঠাবেন।
A moment to cherish forever!@hardikpandya7 keeps his promise and gifts a signed bat to @KashveeG after her India selection. @BCCI
From WPL debut to India cap — Kashvee’s journey just got a little more special! ✨#KashveeGautam #HardikPandya #UTCA #ChandigarhCricket pic.twitter.com/SPbTy6o2iX
— UTCA Chandigarh Cricket (@UTCAChd) April 13, 2025
এমতাবস্থায়, দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলন সেশনের সময় কাশভি পাণ্ডিয়াকে দেখতে যান এবং হার্দিক (Hardik Pandya) তাঁকে একটি ব্যাট উপহার দেন। যেখানে হার্দিক জানান, “খেলার আগে দেখে নাও। যদি পছন্দ না হয়, তাহলে ফেরত দিও।” এরপর হার্দিক ব্যাটে নিজের অটোগ্রাফ দেন এবং কাশভিকে জড়িয়ে ধরেন ও প্রথমবারের মতো টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার জন্য কাশভিকে অভিনন্দন জানান।
আরও পড়ুন: জোড়া ধামাকা! শিল্ডের পর ISL চ্যাম্পিয়ন হয়ে কত টাকার প্রাইজ মানি পেল মোহনবাগান?
জানিয়ে রাখি যে, কাশভি সম্প্রতি প্রথমবারের মতো টিম ইন্ডিয়া থেকে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ODI সিরিজের জন্য তাঁকে দলে নির্বাচিত করা হয়েছে। কাশভি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। তা সত্বেও, গুজরাট জায়ান্টস তাঁকে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ২ কোটি টাকায় কিনে নেয়।
আরও পড়ুন: রাজ্যে লাগু হবে AFSPA? কেন্দ্রকে চিঠি দিলেন বিজেপি সাংসদ! জানেন কতটা শক্তিশালী এই আইন?
তিনি ছিলেন ওই লিগের সবচেয়ে দামি আনক্যাপড খেলোয়াড়। ২০ বছর বয়সী কাশভি প্রথমবারের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আস আসেন ২০২০ সালে। ঘরোয়া ক্রিকেটে, অনূর্ধ্ব-১৯ মহিলা ODI টুর্নামেন্টের একটি ম্যাচে, তিনি হ্যাটট্রিক সহ ১০ টি উইকেট লাভ করেন। কাশভি সিনিয়র মহিলা T20 ট্রফিতে ৭ ম্যাচে ১২ টি উইকেটও নিয়েছিলেন।