বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া অধিনায়কত্বের জন্য এমএস ধোনির কাছ থেকে একদম সঠিক পাঠ শিখেছেন এবং তিনি এখন তার খেলাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আইপিএল ২০২২-এ তার সেই শিক্ষাকে পুরোপুরি প্রয়োগ করছেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক নিজেও দুরন্ত ফর্মে রয়েছেন এবং দলকেও দুর্দান্ত ভাবে চালনা করছেন। তাই ক্রিকেট বিশেষজ্ঞ মহল তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
স্টার স্পোর্টসে ক্রিকেট লাইভে অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ওপেনার, আকাশ চোপড়া বলেছেন, “আমি মনে করি হার্দিক স্পষ্টতই ধোনিকে তার পরামর্শদাতা হিসাবে বিবেচনা করেন, তিনি ধোনি ভারতীয় দলে থাকাকালীনও তার খুব কাছের ব্যক্তি ছিলেন। তিনি যে নম্বরে ব্যাট করেন এবং যে ভূমিকায় দলে থাকেন, সাদা বলের ক্রিকেটের ইতিহাসে ধোনির চেয়ে ভালো কেউ সেই ভূমিকায় খেলেনি। তিনি ক্যাপ্টেন কুলের থেকে সঠিক পাঠ শিখেছেন। এগুলি এমন জিনিস যা আমাদের বলার দরকার নেই, আমরা কেবল পর্যবেক্ষণ করি, ফলাফলই এই ব্যাপারের প্রমাণ বহন করছে।”
প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান বলেছেন “হার্দিক আইপিএলের আগে খুব বেশি ক্রিকেট খেলেননি কারণ তিনি চোটের কারণে যে সমস্ত সমস্যায় পড়েছিলেন তা কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করেছিলেন। এখন তিনি তার ব্যাটিংয়ে যে শৃঙ্খলা দেখাচ্ছেন তা রীতিমতো প্রশংসনীয়। তিনি পাওয়ারপ্লেতে ভাল ব্যাটিং করছেন এবং মাঠের ফিল্ড রেস্ট্রিকশনের সম্পূর্ণ ব্যবহার করছেন। এটি একজন নতুন হার্দিক পান্ডিয়া। এটি তার একটি উন্নত সংস্করণ। এই মরশুমে তিনি যে পরিস্থিতিতে খেলেছেন তা দেখে ভালো লেগেছে। উনি বার বার প্রমাণ করছেন যে প্রয়োজনে তিনি ৪ নম্বরে ব্যাটিং করতেও অভ্যস্ত।”
প্রসঙ্গত আজ শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পান্ডিয়া। ওপেনার শুভমান গিল দ্রুত আউট হয়ে ফিরলে ৩ নম্বরে ব্যাট করতে আসেন তিনি এবং দুরন্ত অর্ধশতরান করেন। প্রতিবেদনটি লেখার সময় তার স্কোর ৪৪ বল খেলে ৬৩। ১৫ ওভার ব্যাট করে গুজরাটের স্কোর ২ উইকেট হারিয়ে ১২৭।