বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে দুটি সিরিজ জিতেছেন হার্দিক পান্ডিয়া। প্রথম সিরিজটি ছিল দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজটি জয়ের পর কেউই ব্যাপারটিকে খুব বেশি পাত্তা দিতে চাননি। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর থেকেই অনেকে হার্দিককে অধিনায়ক করার দাবি করতে শুরু করেন।
দাবির মধ্যেই ভারতীয় দল বড় বড় তারকাদের বিশ্রাম দিয়ে হারদিকের নেতৃত্বে তরুণ ভারতীয় দলকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সফরে পাঠিয়েছিল। ৩ ম্যাচের সেই বৃষ্টি বিঘ্নিত সিরিজে ১-০ ফলে জয় লাভ করেছে ভারতীয় দল। তার মধ্যেই খবর আসতে শুরু করে দিয়েছে যে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এই হার্দিককে স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হতে পারে।
মধ্যে অধিনায়ক হিসেবে নিজের ধ্যান ধারণা কি রকম সেই নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন হার্দিক পান্ডিয়া। অস্থায়ী ভারত কোচ ভিভিএস লক্ষ্মণ যেটা আগে বলেছিলেন সেটাই হার্দিক পান্ডিয়া আবার বলেছেন। আপনি বলেছেন যে তিনি সবসময় দলের তরুণ ক্রিকেটারদের মনে এমন একটা পরিস্থিতি তৈরি রাখতে চান যাতে তারা যে কোন পরিস্থিতিতে তার কাছে সাহায্য চাইতে আসতে কুন্ঠাবোধ না করেন।
সেই সঙ্গে তার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হলে হার্দিক সাফ জানিয়ে দেন, “আমার দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা ভারতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখেন। আর এটা আমার দল আমি যাকে মনে করব দলের জন্য উপকারী তাকেই সুযোগ দেব। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকেই সুযোগ পাবেন এবং যখন সুযোগ পাবেন তখন তারা দীর্ঘ সময়ের জন্য সুযোগ পাবেন।”
এরপর হার্দিক এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাইরে বসে টিভিতে কোন বিশেষজ্ঞ কি বলছেন সেই নিয়ে তিনি বিন্দুমাত্র মাথা ঘামান না। প্রত্যেকটি পরিস্থিতিতে তিনি কেমন দল নামানো উচিত সেই নিয়ে নিজের কোচের সঙ্গে আলোচনা করেন এবং সেই অনুযায়ী ক্রিকেটারদের মাঠে নামান।