IPL-এ এবার পাণ্ডিয়া ঝড়! অধিনায়ক হিসেবে গড়লেন বিরাট ইতিহাস, ভাঙলেন ১৬ বছরের রেকর্ড

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫-এর IPL যতই এগোচ্ছে ততই উত্তেজক হয়ে উঠছে এই টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচেই রীতিমতো নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ঠিক এই আবহেই গত শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) একটি দুর্ধর্ষ নজির গড়েছেন। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

বিরাট নজির গড়লেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya):

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL-এর ১৮ বছরের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৫ উইকেট নিয়েছেন হার্দিক (Hardik Pandya)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অধিনায়ক হিসেবে তিনি অনিল কুম্বলের সেরা পারফরম্যান্সের রেকর্ডও ভেঙে দিয়েছেন।

Hardik Pandya sets a great record as a captain.

প্রসঙ্গত উল্লেখ্য যে, লখনউতে খেলা চলাকালীন, হার্দিক (Hardik Pandya) হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু পরপর দুই বলে উইকেট নেওয়ার পরে, তিনি তৃতীয় বলে উইকেট পাননি।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! ফের দাপট দেখাতে প্রস্তুত ভারতের “গোল্ডেন বয়”, মিলল বড় আপডেট

হার্দিক (Hardik Pandya) গত ম্যাচে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভারে ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট হাসিল করেন। এতদিন এই রেকর্ড ছিল কুম্বলের নামে। তিনি ১৬ বছর আগে অর্থাৎ ২০০৯ সালে ৪ ওভারে ১৬ রান দিয়ে উইকেট নিয়েছিলেন। এদিকে, তার পরের বছর অর্থাৎ ২০১০ সালে ৩.৩ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও কুম্বলের কাছে ছিল।

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহকদের বড়সড় ঝটকা দিল SBI! বন্ধ হল এই দুর্দান্ত স্কিম

জানিয়ে রাখি যে, জেপি ডুমিনি থেকে শুরু করে শ্যেন ওয়ার্ন এবং যুবরাজ সিংও অধিনায়ক হিসেবে ৪ টি করে উইকেট নিয়েছেন। তবে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন। তিনি ওই ম্যাচে মার্করাম (৫৩), নিকোলাস পুরান (১২), ঋষভ পন্থ (২), ডেভিড মিলার (২৭) এবং আকাশ দীপের (০) উইকেট নেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X