এই মুহূর্তে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া। যিনি তার ব্যাটিং এবং বোলিং দুটি ক্ষেত্রে অনবদ্য পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। আর এত বড় একজন অলরাউন্ডার তার কি ফ্যান থাকবেন এটা কখন হয়? অবশ্যই আছে তবে হার্দিক পান্ডিয়ার আছে একজন সুপারফ্যান যিনি হার্দিক পান্ডিয়ার যা খুশি করতে পারেন বলে জানা গিয়েছে। এমনকি নিজের শরীরে দেশের 16 টি ভাষায় হার্দিক পান্ডিয়ার নামের ট্যাটু ইতিমধ্যেই তিনি করিয়ে ফেলেছেন, যা নজর কেড়েছে সারা দেশের।
কোয়েম্বাওরের বাসিন্দা মগুনাথম নামে হার্দিক পান্ডিয়ার সুপারম্যান ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন সারা দেশে। কিছু মাস আগে যখন একটি জনপ্রিয় টকশো তে গিয়ে হার্দিক পান্ডিয়া বেশ কিছু বেগতিক কথাবার্তা বলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সেই সময় তিনি নিজের মাথা নাড়িয়ে দিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন যাতে হার্দিক পান্ডিয়া পুনরায় জাতীয় দলে ফিরে যান। এমনকি ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া বিশেষ পরিচিতি রয়েছে বারেবারে নিজের চুলের স্টাইল পরিবর্তন করার জন্য, আর হার্দিক পান্ডিয়াকে অনুসরণ করে এই সুপারফ্যানও নিজের চুলের স্টাইল অনবরত পরিবর্তন করতে থাকেন।
ক্রিকেট মাঠ সে প্রায় প্রত্যেক ম্যাচে আসেন তবে তিনি ভারতীয় দলের থেকেও যেন হার্দিক পান্ডিয়ার জন্যই খেলা দেখতে আছেন। আর তার এই পাগলামি দেখে কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারেনা হার্দিক পান্ডিয়া। প্রতিবারই পান্ডিয়া তাকে অটোগ্রাফ দেন, তার সঙ্গে ছবি তোলেন এমনকি তার সাথে কথাবার্তা বলতে দেখা গিয়েছে আর দিক পান্ডিয়াকে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখার জন্য যখন মগুনাথম যাচ্ছিলেন ধর্মশালা উদ্দেশ্যে সেই সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মগুনাথম। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান যে তার দ্রুত অস্ত্রোপাচারের প্রয়োজন। সেই খবর পাওয়ার পর তার চিকিৎসার যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া। এবং তার পরিবারকে আর্থিক সাহায্য করেন। বর্তমানে অস্ত্রোপাচারের পরে তিনি তাঁর কোয়েম্বাটুর বাড়িতে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন কিছুদিন বিশ্রাম নেওয়ার পরে তিনি আবার সুস্থ হয়ে উঠবেন।