বাংলা হান্ট নিউজ ডেস্ক: রেডমি বিশ্ব বাজারে নিজেদের নতুন রেডমি নোট টুয়েলভ (Redmi Note 12) সিরিজ লঞ্চ করেছে। তার পরেই শোনা গেছে যে পোকো (POCO) বিশ্ব বাজারে এক্স ফাইভ সিরিজের নতুন স্মার্টফোন পোকো এক্স ফাইভ প্রো (POCO X5 Pro) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ লিক হওয়া প্রোমোতে এই মডেলের ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। যদি গুজবগুলি সত্যি হয় তবে ফোনটি রেডমি নোট টুয়েলভ প্রো স্পিড এডিশন (Redmi Note 12 Pro Speed Edition)-এর মতো বৈশিষ্ট্যসম্পন্ন একটি সংস্করণ হবে।
ক্রিকেটপ্রেমীরা কিছুদিন আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এই মডেল হাতে নিয়ে ব্যবহার করতে দেখেছেন। এই ফোন থেকেই তিনি কাউকে কল করছিলেন এমন ছবি দেখা গেছে। তারপরই ফোনটির দাম ও অন্যান্য বিষয় প্রকাশ করা হয়েছে।
এখনও অবধি পাওয়া খবর থেকে মোটামুটি আন্দাজ করা গিয়েছে যে পোকো এক্স ফাইভ প্রোয়ের দাম হবে ২১,০০০ টাকা থেকে ২৩,০০০ টাকার মধ্যে। এই মূল্য পোকো এক্স ফাইভ প্রো-কে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা স্ন্যাপড্র্যাগণ ৭৭৭ জি সম্বলিত স্মার্টফোনে পরিণত করছে। তবে এর দাম বাজারে আসার সময় সামান্য কিছু বেশিও হতে পারে। এই মুঠোফোনে ১২০ হার্জ রিফ্রেশ হারের পাশাপাশি ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং থাকবে। এছাড়া ফোনটির পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার একটি ১০৮ মেগাপিক্সেল সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ২ <span;>মেগাপিক্সেল<span;> ম্যাক্রো লেন্স থাকবে। ফোনটি ৮জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ স্ন্যাপড্র্যাগন ৭৭৮জি চিপসেট দ্বারা চালিত হবে। <span;>হার্দিক পান্ডিয়ার হাতে এই ফোন দেখে অনেকেই অবাক হয়েছেন।
এই মুহূর্তে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ দুর্দান্তভাবে জিতেছে। তরুণদের দিয়ে করা ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে কিউয়িদের বিরুদ্ধে। এর আগে হার্দিকের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ লড়াই করে জিতেছিল ভারত। গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড কে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল ভারত এই হার্দিকের অধিনায়কত্বেই। এবারও সেই ফল পুনরাবৃত্তির চেষ্টা করবেন ভারতীয় দল।