টিটোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে ফিট হয়ে উঠতে পারে নি হার্দিক পান্ডিয়া তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও তিনি দলের বাইরে থাকবেন।
বিসিসিআই এর বিবৃতিতে জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়া লন্ডন গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট আকাডেমির প্রধান ফিজিও আশীষ কৌশিকের সাথে। সেখানে গিয়ে মেরুদণ্ডের সার্জেন ডাক্তার জেসম আলিবনেকে দেখান। ডাক্তার জানিয়ে দেন হার্দিক এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নন। আর তাই নিজের ফিটনেস পুরোপুরি ভাবে ফিরে পেতে জাতীয় ক্রিকেট আকাডেমিতে রিহ্যাব করবেন তিনি।
কিছুদিন আগে ফিটনেস টেস্টে ফেল হওয়ায় নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে ভারতীয় এ দলের সাথে যেতে পারেন নি হার্দিক। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন বিজয় শঙ্কর। কিছুদিন আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে মুখ খোলেন। দাদা জানিয়েছিলেন হার্দিকের কোমরের চোট এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে সেরে উঠে নি। চোটমুক্ত হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তার। গত বছর সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি।