উইকেট স্পর্শ করেনি বল, তাও আউট হার্দিক! থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ভক্তরা  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুভমান গিলের (Shubman Gill) ব্যাটে ভর করে কিউয়িদের সামনে ৩৫০ রানের লক্ষ্য রেখেছে ভারত। দ্বিশতরান করে ভারতকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি।

আজ ভারতীয় দলের আর কোন ব্যাটার বড় রান করতে ব্যর্থ হয়েছেন। শুভমান গিলের ২০৮ রানের ইনিংস বাদ দিলে ভারতের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু হিটম্যান আজ ব্যাট হাতে ৩৮ বল খেলে মাত্র ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। এর থেকেই বোঝা যায় যে বাকি ভারতীয় ব্যাটিংয়ের কতটা করুণ অবস্থা হয়েছিল।

যদিও আজ শুভমান গিল সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছিলেন মিডল অর্ডারে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৭৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি যার মধ্যে ২৮ রান ছিল হার্দিকের। এই সময়ে ড্যারেল মিচেলের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন হার্দিক। শুভমান গিলকে আজ তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে স্বাধীনতা দিয়েছিলেন নিজে কিছুটা রক্ষণাত্মক মনোভাব বজায় রেখে।

Gone hardik

কিন্তু তার আউট হওয়া নিয়ে থেকে গেছে বিতর্ক। তাকে বোল্ড আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন থার্ড আম্পায়ার। কিন্তু স্পষ্ট দেখা গিয়েছিল যে হার্দিককে করা ওই ডেলিভারিটি উইকেটের কয়েক সেন্টিমিটার ওপর দিয়ে বেরিয়ে গিয়েছিল। খুব সম্ভবত নির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলেও টম ল্যাথামের গ্লাভসের হালকা ছোঁয়াতেই উইকেটের আলো জ্বলে উঠেছিল।

তা সত্ত্বেও কোনও অজ্ঞাত কারণে তৃতীয় আম্পায়ার ভারতীয় অলরাউন্ডারকে আউটের সিদ্ধান্তই দেন। এই সিদ্ধান্তে নিউজিল্যান্ড শিবিরও কিছুটা চমকে গিয়েছিল। হার্দিক পান্ডিয়ার মুখ হয়ে গিয়েছিল অমাবস্যার মেঘের মতো। যদিও কোনরকম মেজাজ না দেখেই ড্রেসিং রুমে ফিরেছিলেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর