গুজরাট নির্বাচনের মুখেই কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল, তুঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : গুজরাট বিধানসভা নির্বাচনের আগে, বুধবার কংগ্রেস বড় ধাক্কা খেল কংগ্রেস। দলত্যাগ করলেন গুজরাটের রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল।সম্প্রতি গুজরাটের কংগ্রেস নেতাদের সমালোচনা করে শিরোনামে উঠে এসেছিলেন হার্দিক প্যাটেল। কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার অভিযোগও তুলেছিলেন তিনি। রাহুল গান্ধীর কাছে একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও এই নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল তাঁর। এরপর বিজেপির চিন্তন শিবিরের দু’দিনের মাথাতেই ইস্তফা দিলেন হার্দিক। এই চিন্তন শিবিরে অংশ নিতে এসেছিলেন অমিত শাহও। হার্দিক প্যাটেলের এহেন পদত্যাগের পেছনে অমিত শাহের মস্তিষ্ক রয়েছে বলেই আপাতত জল্পনা জাতীয় রাজনীতিতে। বলাই বাহুল্য, হার্দিক প্যাটেলের বিজেপিতে যোগ দান এখন শুধুই সময়ের অপেক্ষা।

এক পৃষ্ঠার একটি পদত্যাগ পত্র এদিন ট্যুইট করে দলত্যাগী কংগ্রেস নেতা লেখেন ‘আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাটের জনগণ স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।’

বিজেপির গুজরাট ইউনিটের দুদিনের চিন্তন শিবির শেষ হয়েছে সোমবারই৷ চিন্তন শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, পার্টির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, রাজ্য বিজেপি সভাপতি সিআর পাটিল সহ প্রায় ৩০ জন বিশিষ্ট নেতা। গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করা হয় এই চিন্তন শিবিরে। ডিসেম্বরেই হতে পারে গুজরাটে বিধানসভা নির্বাচন। উল্লেখ্য, ২৭ বছর ধরে সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি।

অমিত শাহের দুদিনের চিন্তন শিবিরে গুজরাটে পাটিদার সম্প্রদায়, উপজাতি ভোটব্যাঙ্ক এবং আম আদমি পার্টির প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে যেখানে পাটিদার ভোটারের সংখ্যা বেশি সেখানে বড়সড় ধাক্কা খায় বিজেপি। পাটিদার সংরক্ষণ ইস্যুতে আসে এই ধাক্কা। এবার সেই পাটিদার নেতা হার্দিকের কংগ্রেস ত্যাগের ঘটনায় আরও জোরদার হচ্ছে বিজেপিতে যোগদানের জল্পনা। সূত্রের খবর, আগামী এক সুতাহের মধ্যেই বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। এই বিষয়ে গুজরাটের বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে নাকি বৈঠকও সেরে ফেলেছেন তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর