বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল, ২ মে হবে পাটিদার নেতার পদ্মাভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন গুজরাটের পাটিদার নেতা হার্দিক প্যাটেল। এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। ওনার বিজেপিতে যোগ দেওয়ার দিনক্ষণও ঘোষণা গোঁয়ে গিয়েছে। আগামী ২ জুন বিজেপিতে যোগ দেবেন হার্দিক প্যাটেল। আর এরই মধ্যে কংগ্রেসকে আক্রমণ করে হার্দিক প্যাটেল লিখেছেন যে, দলের রাজনীতি শুধুমাত্র প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ।

হার্দিক তার চিঠিতে CAA-NRC এবং ৩৭০ ধারার কথাও উল্লেখ করেছেন। তিনি লিখেছিলেন, দেশে প্রতিবাদ নয়, এমন বিকল্প চাই জারা ভবিষ্যৎ নিয়ে ভাববে। অযোধ্যায় শ্রী রামের মন্দির হোক, সিএএ-এনআরসি ইস্যু হোক, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ হোক বা জিএসটি প্রয়োগ হোক। দেশ দীর্ঘদিন ধরে এসবের সমাধান চেয়েছিল এবং কংগ্রেস দল এতে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

পদত্যাগের আগে, হার্দিক প্যাটেল তার টুইটার হ্যান্ডেল থেকে দলের নাম এবং নিজের পোস্ট মুছে ফেলেছিলেন। এরপর জল্পনা আরও জোরদার হয় যে তিনি শীঘ্রই দল ছাড়ার ঘোষণা করতে পারেন। এ বছর গুজরাটে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে প্যাটেলের দলত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

২০১৭ সালে পাটিদারদের জন্য সংরক্ষণের দাবিতে হার্দিকের আন্দোলনের কারণে কংগ্রেস যে উপকৃত হয়েছিল, সেটা সবারই জানা। কিন্তু ২০১৯ সালে কংগ্রেসে যোগদানের পর থেকে দলের প্রতি তার সম্প্রদায়ের মানুষদের সমর্থন জোটাতে ব্যর্থ হয়েছে তিনি। তবে, কংগ্রেস ২০১৭ সালের গুজরাট নির্বাচনে হেরেছিল ঠিকই, কিন্তু তাদের উত্থান বিজেপিকে ভয় ধরিয়েছিল। সামান্য ৯টি আসনের জন্য কংগ্রেস সেবার সরকার গড়তে ব্যর্থ হয়।

আর কংগ্রেসের এই উত্থানের পিছনে হার্দিক প্যাটেল ও জিগনেশ মেওয়ানির নাম সবার উপরে উঠেছিল। কিন্তু বর্তমানে হার্দিক কংগ্রেস ছেড়ে এখন বিজেপিতে যোগ দিতে চলেছে। তাই আসন্ন নির্বাচনের আগে কংগ্রেসের জন্য এটা যে বড়সড় একটি ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।


Koushik Dutta

সম্পর্কিত খবর