সচিন কিংবা সৌরভ নন, হার্দিক পান্ডিয়ার পছন্দের ক্রিকেটারের নাম শুনলে অবাক হবেন আপনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবার একবার জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় হার্দিক। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর চোট সারানোর জন্য ভারতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ব্যাঙ্গালোরের জাতীয় অ্যাকাডেমিতে তিনি টানা বেশ কিছু মাস রিহ্যাব করেছেন। তারপরে আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের হয়ে তিনি মাঠে ফিরেছিলেন এবং অধিনায়কের পাশাপাশি অলরাউন্ডার হিসাবেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

কাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। সেই দলে হার্দিক পান্ডিয়ার থাকা একরপ্রকার নিশ্চিত। তার আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার প্রিয় ক্রিকেটারের নাম। আশ্চর্যজনক ভাবে তার আগের প্রজন্মের তারকা ক্রিকেটারদের মধ্যে থেকে কারোর নাম নেননি হার্দিক। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি কিংবা রাহুল দ্রাবিড় নয়, তিনি নিজের পছন্দের ক্রিকেটার মানেন ওয়াসিম জাফর-কে।

Wasim Jaffer retires

ওয়াসিম জাফর-ও ভারতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন। কিন্তু মুম্বাইয়ের তারকা ক্রিকেটার ভারতীয় দলে নিজেকে কখনও প্রতিষ্ঠা করতে পারেননি। জাতীয় দলের হয়ে মোট ৩৩টি ম্যাচ খেলে ১৯৫৪ রান করেছেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে ২৬০টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তিনি ৫০-এর গড়ে ১৯৪১০ রান করেছেন। কিন্তু তাকেই আদর্শ মানেন হার্দিক।

তিনি বলেছেন, “আমি যখন ব্যাটিং করতাম আমি উনার ব্যাটিং ভঙ্গি নকলের চেষ্টা করতাম। যদিও আমার উনার ব্যাটিং প্রতিভার বিন্দুমাত্রও ছিল না। তাও ওর ব্যাটিং দেখতে ভালো লাগতো। কেন জানিনা উনার ব্যাটিংয়ের প্রতি আমি একটা আলাদা আকর্ষণ বোধ করতাম।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর