বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্তভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে ভারত। কাল রাজকোটের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৮২ রানের ব্যবধানে। রাজকোটের উইকেটে একেবারেই ব্যাটিং বান্ধব ছিল না। ফলে ভারতের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে সিরিজ রয়েছে ২-২ অবস্থায়। সিরিজের শেষ ম্যাচেই সিরিজের ফলাফল নির্ধারিত হবে।
অবশ্য প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়েছিল ভারতও। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই সময় ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক। তাদের দুজনের মধ্যে হওয়া ৬৫ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ৪৬ রান করে আউট হন হার্দিক। মারকাটারি ৫৫ রানের ইনিংস খেলে ভারতের ইনিংস স্বীকৃতি প্রদান করেন দীনেশ কার্তিক। মূলত তাদের দুজনের ব্যাটিংয়ের জন্যেই ভারতের দেড়শোর গন্ডি অতিক্রম করতে পেরেছিল।
ম্যাচের পর দীনেশ কার্তিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেছেন, “আমি আপনাকে মন থেকে বলতে চাই যে আপনি অনেকের জীবনের অনুপ্রেরণা। আমার মনে আছে আমরা সেই সময় নিজেদের মধ্যে কথা বলতাম যখন সবাই ভেবে নিয়েছিল যে আপনি, আপনার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। আমার মনে আছে তখন আপনি বলেছিলেন যে যে আপনার লক্ষ্য হলো ভারতের হয়ে খেলা এবং বিশ্বকাপে খেলা। আপনি তার জন্য নিচের সবকিছু বাজি রাখতে রাজি ছিলেন। আমি আপনাকে নিয়ে খুবই গর্বিত।”
সত্যি গত কয়েক মাসে যেন দীনেশ কার্তিকের পুনর্জন্ম হয়েছে। যখনই মাঠে নামছেন ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করছেন। মূলত তার ব্যাটিং এবং আবেশ খানের বোলিং এর জন্যেই কাল জয় পেয়েছে ভারত। সিরিজের শেষ এবং পঞ্চম ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানেও কার্তিক এর কাছ থেকে একটি দুর্দান্ত পারফরম্যান্স আশা করবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।