মুখোমুখি হরে রাম পান্ডে! জীবনকাহিনী শুনেই কেঁদে ফেলেছিলেন স্বয়ং বিগ বি!কিন্তু জানেন কে এই ব্যক্তি?

বাংলাহান্ট ডেস্ক : হরে রাম পান্ডে (Hare Ram Pandey), ৬৬ বছরের এই বৃদ্ধের নামের সাথে হয়ত অধিকাংশ মানুষই পরিচিত নন। তিনি কোনও চিত্র তারকা বা খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্বও নন। তবে এই হরে রাম পান্ডের জীবন কাহিনী শুনে কাঁদতে দেখা গিয়েছিল স্বয়ং অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)।

অমিতাভের মুখোমুখি হরে রাম পান্ডে (Hare Ram Pandey)

সন্তান জন্ম দিয়েই শুধু বাবা-মা হওয়া যায় না সেই কথাই প্রমাণ করেছেন হরে রাম পান্ডে (Hare Ram Pandey)। হরে রামবাবু ৩৫টি অনাথ মেয়ের বাবা। নিজের সন্তানের মতই মানুষ করেছেন ৩৫ টি অনাথ শিশুকে। রক্তের সম্পর্ক না থাকলেও শুধু স্নেহের সম্পর্কের উপর ভিত্তি করে বাঁচিয়েছেন ৩৫ টি প্রাণ।

আরোও পড়ুন : “মিথ্যে ছড়াবেন না….”, জাতিসংঘে পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা ভারতের, কারণ জানলে আপনারও হবে রাগ

এহেন হরে রাম বাবু একবার খেলতে এসেছিলেন অমিতাভ বচ্চন সঞ্চালিত বিখ্যাত রিয়েলিটি শো ‘কন বানেগা ক্রোড়পতি’তে (Kaun Banega Crorepati)। সেই অনুষ্ঠানে নিজের জীবন কাহিনী তুলে ধরেন হরে রাম বাবু। হরে রাম বাবুর (Hare Ram Pandey) সেই কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি বিগ বি।

আজ আপনাদের এমন এক বাবার গল্প শোনাতে চলেছি যে বাবা নর্দমা, স্টেশন, শৌচাগারে ফেলে যাওয়া কন্যা সন্তানদের কুড়িয়ে নিজের সন্তান স্নেহে মানুষ করেন। হরে রাম পান্ডে ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। একদিন তিনি খবর পান তার বাড়ির কাছের জঙ্গলে পড়ে রয়েছে পরিত্যক্ত একটি কন্যা সন্তান।

Hare Ram Pandey

কেউ সেই বাচ্চাটিকে জঙ্গলে ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে দ্রুত হরে রামবাবু সেই জঙ্গল থেকে উদ্ধার করেন শিশুটিকে। হরে রামবাবু দেখেন বাচ্চাটির শরীর ক্ষতবিক্ষত পিঁপড়ের কামড়ে। এরপর তিনি দ্রুত বাচ্চাটিকে ভর্তি করিয়ে দেন স্থানীয় হাসপাতালে। শিশুটি সুস্থ হয়ে উঠলে নিজের বাড়ি নিয়ে আসেন তাকে।

আরোও পড়ুন : ‘বেকার হয়ে গেল…’! অবসরের আগে বিস্ফোরক প্রধান বিচারপতি! কাদের উদ্দেশে একথা বললেন?

সেই শুরু হরে রামবাবুর এক নতুন জীবনের পথচলা। তারপর থেকে যখনই দেওঘরের আশেপাশে পরিত্যক্ত শিশুর সন্ধান পাওয়া যেত, তখনই ডাক পড়ত হরে রামবাবুর। এইভাবে স্টেশন, শৌচাগার, রাস্তাঘাটে ফেলে যাওয়া পরিত্যক্ত কন্যা সন্তানদের উদ্ধার করে মানুষ করতে থাকেন হরে রামবাবু ও তার স্ত্রী।

এরপর হরে রামবাবু ও তার স্ত্রী কন্যা সন্তানদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে খুলে ফেলেন নারায়ণ সেবাশ্রম। গত ২১ বছর ধরে হরে রাম বাবু ও তার স্ত্রী খাইয়ে-পড়িয়ে মানুষ করছেন এমন অসংখ্য অনাথ কন্যাকে। তাদের মধ্যে অনেকেই আজ উচ্চ শিক্ষাও লাভ করছেন। আবার অনেকেই স্বপ্ন দেখছেন ভবিষ্যতে চিকিৎসক কিংবা আইপিএস হওয়ার।

hareram pandey

এখনো আমাদের দেশে অনেক পরিবার রয়েছে যেখানে কন্যা সন্তানকে অভিশাপ হিসাবে ধরা হয়। কিন্তু হরে রাম বাবু ও তার স্ত্রী কন্যা সন্তানদের বরণ করেছেন আশীর্বাদ রূপে। আমাদের সমাজে আর কয়েকটা হরে রামবাবু (Hare Ram Pandey) থাকলে, হয়ত অনেকটাই ঘুচত কন্যা সন্তানদের দুঃখ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর