কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হরিশ রাওয়াতের, গান্ধী পরিবারের বিরুদ্ধে খুললেন মোর্চা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। কিন্তু নির্বাচনের পূর্বেই কংগ্রেসের (congress) মধ্যেকার ঝামেলা বড় আকার ধারণ করতে শুরু করে দিয়েছে। এবার কংগ্রেসের সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত (Harish Rawat)। তিনি এক ট্যুইটে লিখেছেন, উত্তরাখণ্ডে কংগ্রেসে নেতাদের মধ্যেকার দলাদলি দিনকে দিন বেড়েই চলেছে।

পূর্বে যে ব্যক্তি পাঞ্জাব কংগ্রেস ইনচার্জ হিসাবে কাজ করতেন, দলের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব দূর করতেন, এখন সেই ব্যক্তিই সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলে, সংগঠনের কাঠামো সহযোগিতার পরিবর্তে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করছেন।

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ট্যুইটে লেখেন, ‘এটা খুবই সাধারণ বিষয়, যে নির্বাচনের সাগরে ভসে যেতে হয়। অনেক সময়ই দেখা যায় সহযোগিতার জন্য সংগঠনের কাঠামো সহযোগিতার হাত না বাড়িয়ে, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে। খুবই নেতিবাচক ভূমিকা পালন করছে। যে সমুদ্রে সাঁতার কাটতে বলা হয়ছে, সেখানে কুমির ছেড়ে রাখা হয়েছে। আর যার নির্দেশে সাঁতার কাটা হচ্ছে, তিনি আবার হাত- পা বেঁধে দিচ্ছন। অনেক সময় এমন মনে হয়, হরিশ রাওয়াত যথেষ্ট হয়েছে, অনেক সাঁতার কেটেছেন, এবার বিশ্রাম নিন’।

তিনি আরও লেখেন, ‘হাল ছেড়ে দেওয়ার আগের মুহূর্তে মনের ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, ”না পালাবো না”, ভীষণ বিকারগ্রস্ত অবস্থায় আছি আমি, নতুন বছর হয়ত কোন নতুন রাস্তার সন্ধান দেবে। আমার বিশ্বাস ভগবান কেদারনাথ জি, এই খারাপ সময়ে আমার পথপ্রদর্শন করাবেন’।

X