প্রথম ছবিতে অভিনয় করেই বাজিমাত, কালের গর্ভে হারিয়ে গেলেন হারমান বাওয়েজা

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে এমন বহু তারকাই আছেন যারা রাতারাতি চলে আসেন লাইমলাইটে। আবার হঠাৎ করেই হারিয়ে যান। সেই তালিকায় রয়েছেন হারমান বাওয়েজা (Harman Baweja)। প্রথম ছবিতে অভিনয় করেই বাজিমাত করেছিলেন তিনি। এমনকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সঙ্গেও। কিন্তু বর্তমানে অভিনয় জগৎ থেকে হারিয়ে গেছেন তিনি।

সালটা ২০০৮। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে তাঁকে দেখা গেছিল ‘লাভ স্টোরি ২০৫০’ ছবিতে। এই ছবির হাত ধরেই বলিউড সফর শুরু করেছিলেন অভিনেতা হারমান বাওয়েজা। তাঁর লুকের সঙ্গে অনেকেই তুলনা করেছিলেন হৃতিক রোশনের মুখমন্ডলের। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন থাকতো লাইমলাইটে।

Harman Baweja

অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন কেমিস্ট্রি গড়ে উঠেছিল প্রিয়াঙ্কা-হারমানের। প্রায় ২ বছর চুটিয়ে প্রেম করেছেন ‘লাভ স্টোরি ২০৫০’ জুটি। যদিও প্রেমিকের কাছ থেকে কোয়ালিটি সময় না পাওয়ার কারণেই ভাঙ্গন ধরে সেই সম্পর্কে। এক সাক্ষাৎকারে সে কথা স্বীকারও করে নিয়েছিলেন অভিনেতা।

Harman Baweja

পুরোনো এক সাক্ষাৎকারে হারমান জানিয়েছিলেন, একটা সময় পরপর ছবি ফ্লপ হয়ে যাওয়ার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি প্রিয়াঙ্কাকে সময়ও দিতে পারছিলেন না আর সে কারণেই ভেঙে যায় সম্পর্ক। এরপর কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

Harman Baweja

‘লাভ স্টোরি ২০৫০’ এবং ‘হোয়াটস ইয়োর রাশি’-তে একসঙ্গে কাজ করেছেন প্রিয়াঙ্কা-হারমান। এরপর প্রায় ৫ বছর আর কোনো ছবিতে দেখা যায়নি অভিনেতাকে। ২০১৪ সালে মাল্টিস্টারার ফিল্ম ‘ডিশকিয়াউন’-এ হাজির হন হারমান। অভিনেতার পাশাপাশি এই ছবিতে দেখা গেছে সানি দেওল, আয়েশা খান্না এবং আদিত্য পাঞ্চোলির মতো তারকাদের। তবে বক্স অফিসে আসেনি সাফল্য।

Harman Baweja

অভিনেতার বাবা হ্যারি বাওয়েজা বিখ্যাত পরিচালক সত্ত্বেও অভিনয় জগতে দাগ কাটতে পারেননি হারমান। বর্তমানে নিজেকে লাইমলাইট থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন এই অভিনেতা। তবে শোনা যাচ্ছে, ‘ইয়ারিয়ান ২’ ছবির হাত ধরে ফের বলিউডে কামব্যাক করবেন জনপ্রিয় এই অভিনেতা।

additiya

সম্পর্কিত খবর