বাংলা হান্ট নিউজ ডেস্ক: শতরান করার আনন্দ ভুলে রাগে ফেটে পড়েছিলেন বর্তমানে ভারতীয় দলের সহ-অধিনায়ক বলে পরিচিত হরমনপ্রীত সিং। এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন তিনি, যে নিজের শতরান পূর্ণ করার বিষয়টিও মাথায় ছিল না তার। ২০১৭ বিশ্বকাপের সেমিতে অজিদের বিরুদ্ধে দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করার সময় ঘটনাটি ঘটেছিল। তার মতে ওই বলে নিশ্চিত দু’রান ছিল। কিন্তু দীপ্তি শর্মার যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তিনি এক রান নিয়ে ক্রিজে দাঁড়িয়ে গিয়েছিলেন। হরমনপ্রীত কউর কল করায় দৌড়াতে শুরু করেন। পরিস্থিতি এমন হয়েছিল যে দুজনেই রান আউট হতে পারতেন। তারপরই রাগের মাথায় তিনি হেলমেট ও ব্যাট ছুড়ে ফেলে দেন এবং মাঠের মধ্যেই সতীর্থ দীপ্তিকে কড়া ধমক দেন। সেই পরিস্থিতিতে হরমনের কাছ থেকে অপমানিত হয়ে দীপ্তি কেঁদেও ফেলেছিলেন বলে জানিয়েছেন ২০১৭ সালের বিশ্বকাপ সেমিফাইনালের তারকা।
৫ বছর আগের সেই বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান তুলতে গিয়েই তারা হারিয়ে ফেলেছিল দুটি উইকেট। তারপর ক্রিজে এসেছিলেন হরমন। মিতালী রাজের সঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন তিনি। এরপর ১০১ রানের দলগত স্কোরের মাথায় আউট হয়ে গিয়েছিলেন মিতালী। তারপর ক্রিজে এসেছিলেন সেই সময় তরুণ প্রতিভা বলে পরিচিত দীপ্তি। হরমনপ্রীতকে রানের ফ্লো বজায় রাখতে সহায়তা করছিলেন তিনি।
সেই ইনিংসের ৩৫ তম ওভারের শেষ বলে দু রান নিতে চেয়েছিলেন হরমন। সেই সময় ৯৮ রানে অপরাজিত অবস্থায় ব্যাটিং করছিলেন যিনি। কিন্তু দীপ্তি ভেবেছিলেন ওই শটে এক রানের বেশি পাওয়া সম্ভব নয়। স্ট্রাইকিং এন্ডে ইতস্তত করছিলেন তিনি হরমনের চিত্কারে দৌড়াতে শুরু করেছিলেন। তাঁর দিকে বল ছোড়া হলে নিশ্চিতভাবেই মাঠ ছাড়তে হতো বাংলার ক্রিকেটারকে। কিন্তু ফিল্ডার নন স্ট্রাইকিং প্রান্তের দিকে বল ছোড়েননি অজি ফিল্ডার, ফলে তিনি বেঁচে যান। অপর প্রান্তে ডাইভ দিয়ে নিজের শতরান পূর্ণ করেন হরমানপ্রীত। কিন্তু আনন্দের বদলে তার মাথায় ছিল বেদম রাগ।
“Oh my god! I thought that was a single.”
“I didn’t even celebrate my hundred.”Harmanpreet Kaur and Deepti Sharma look back at the run-out incident from the 2017 Women’s Cricket World Cup that almost had the latter in tears 🥲https://t.co/Rhxoql1aKb
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 18, 2022
চলতি বিশ্বকাপের মাঝে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আইসিসির তরফে হরমনপ্রীত এবং দীপ্তিকে সেই ভিডিয়ো দেখানো হয়। হরমন জানান, নিশ্চিতভাবে দুই রান ছিল ওই শটে। দীপ্তি তা বুঝতে না পারায় তিনি রেগে যান। পরে তার ধমক শুনে দীপ্তিকে প্রায় কেঁদে ফেলতে দেখে সতীর্থের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন বর্তমান সহ-অধিনায়ক। সেই ম্যাচে হরমানপ্রীত ১১৫ বলে অপরাজিত ১৭১ রান করেছিলেন। শেষ ১১ ওভারে ১৩৯ রান তুলেছিল ভারত এবং জয় পেয়েছিল ৩৬ রানে।