ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দুর্দান্ত জয় দিয়ে শুরু করল হরমনপ্রিত কৌররা।

ত্রিদেশীয় টিটোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করল ভারতের মহিলারা। ইংল্যান্ড কে হারিয়ে এই সিরিজ অভিযান শুরু করল ভারত। অধিনায়ক হরমনপ্রিত কৌরের অপরাজিত 42 রান এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড কে পাঁচ উইকেটে হারালো ভারত।

শুক্রবার টসে জিতে ভারত অধিনায়ক হরমনপ্রিত কৌর বোলিং করার সিদ্ধান্ত নেন ক্যানবেরায়। ভারতীয় বোলারদের মধ্যে রাজস্বরী গায়কোয়াড 19 রান দিয়ে দুটি উইকেট তুলে নেন, দীপ্তি শর্মা 30 রান দিয়ে দুই উইকেট এবং শিখা পাণ্ডে 33 রান দিয়ে দুই উইকেট তুলে নেয়। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে নির্ধারিত 20 ওভার শেষে ইংল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় সাত উইকেট হারিয়ে 147 রান। উল্লেখ্য, ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট করেন 44 বলে 67 রান।

19448470752763f50016b9d2e4016c912e8699cdd

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 15 রান করেই ফিরে যান ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা। সেই সময় দলের হাল ধরেন শেফালী বর্মা এবং জেমাইমা রদ্রিগেজ। এদের রান সংখ্যা যথাক্রমে 30 এবং 26। এবং শেষে এসে 34 বলে 42 রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হরমনপ্রিত কৌর। 19.3 ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ভারত।


Udayan Biswas

সম্পর্কিত খবর