ম্যাচ হেরে চূড়ান্ত হতাশায় কেঁদে ফেলেছিলেন! সানগ্লাস দিয়ে চোখের জল লুকোলেন হরমনপ্রীত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) মাত্র পাঁচ রানের ব্যবধানে হেরে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (Team India)। ফের একবার বড় মঞ্চে চাপ সামলাতে না পারার ক্ষমতার ডুবিয়েছে জেমিমাদের (Jemimah Rodrigues)। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সময় মনে হচ্ছিল যে ভারত সহজেই ম্যাচ বার করে নিয়ে যাবে। সেখান থেকে কার্যত নিজেদের দোষে ম্যাচ হারতে হয়েছিল তাদের।

গোটা টুর্নামেন্টে ভারত দুটি ম্যাচ হেরেছিল। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে তাদের হারতে হয়েছিল। ফলে তারা গ্রুপের দ্বিতীয় দল হয়ে পৌঁছেছিল সেমিফাইনালে। কেপ টাউনে তাদের সামনে অস্ট্রেলিয়া টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ১৭২ রানের স্কোর খাড়া করে। ভারতীয় দলের ওপেনাররা ব্যর্থ হলেও ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন জেমিমা রদ্রিগেজ (৪৩) এবং হরমনপ্রীত কৌর (৫২)।

   

harmanpreet half century

তাদের দুজনের মধ্যে একটি বড় পার্টনারশিপ হয়। জেমিমা আউট হওয়ার পরেও আগ্রাসী ব্যাটিং করছিলেন হরমন। কিন্তু তারপর প্রবল দুর্ভাগ্যবশত রান আউট হতে হয় তাকে। এই ম্যাচে তার খেলার কথাও ছিল না। ম্যাচ এর আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের রেকর্ডের কথা মাথায় রেখে পুরোপুরি সুস্থ না হয়েও মাঠে নেমে পড়েন তিনি।

তার রান আউটের জন্য অনেকেই তাকেই দোষী করছিলেন এবং বলছিলেন যে তিনি যদি জগিং না করে সত্যি সত্যি দৌড়তেন তাহলে ভারতকে আজ ম্যাচটা হারতে হতো না। হরমনপ্রীত নিজেও অত্যন্ত অখুশি ছিলেন ওইভাবে রান আউট হওয়ায়। ভারত ম্যাচ পাছা রানের ব্যবধানে হারার পর তিনি চোখের জল আটকে রাখতে পারেননি। তবে সাক্ষাৎকার দেওয়ার সময় দেখা যায় তিনি সানগ্লাস পড়ে উপস্থিত হয়েছেন।

কেন তিনি এমনভাবে সাক্ষাৎকার দিতে উপস্থিত হয়েছেন সেই প্রশ্ন করা হলে ভারতীয় অধিনায়ক বলেন, “আমি চাই না আমার দেশ আমাকে ক্রন্দনরত অবস্থায় দেখুক। তাই চোখে রোদচশমা লাগিয়ে এসেছি। আমি কথা দিচ্ছি আমরা উন্নতি করবো। আর কোনওদিনও নিজেদের দেশে আশা এভাবে শেষ করে দেবো না।” সাম্প্রতিক সময়ে ভারতীয় দল বার বার ফাইনাল হার্ডল বেরোনোর সময় বাধাপ্রাপ্ত হয়েছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে, কমনওয়েলথ গেমস সব জায়গাতেই তীরে গিয়ে তরে ডুবেছে ভারতের। ভারতীয় সমর্থকরা ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছেন ভারতীয় মহিলা দলকে নিয়ে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর