২১ বছর পর খেতাব ফিরল ভারতে, মিস ইউনিভার্স হলেন পঞ্জাবের মেয়ে হারনাজ সন্ধু

বাংলাহান্ট ডেস্ক: সমগ্র ভারতবাসীর জন‍্য এক আনন্দের দিন আজ। মিস ইউনিভার্সের (miss universe) খেতাব পেলেন ভারতীয় কন‍্যে হারনাজ সন্ধু্ (harnaaz sandhu)। ৭০ তম মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় সেরা সুন্দরীর তকমা পেলেন তিনি। ২১ বছর পর হারনাজের হাত ধরে এই সম্মান এল ভারতে। এর আগে ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্স হয়েছিলেন তিনি। উৎসবের আবহ গোটা দেশ জুড়ে।

পঞ্জাবের মেয়ে হারনাজ। ইসরায়েলের এইলাটে অনুষ্ঠিত ৭০ তম মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন তিনি। সসম্মানে খেতাব আনলেন ঘরে। প‍্যারাগুয়ে ও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন হারনাজ। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন গত বারের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।

2021 12largeimg 147665055
অন্তিম তিন পর্বে প্রতিযোগীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এখনকার তরুণীরা যে সমস‍্যাগুলির সম্মুখীন হয় রোজ সেগুলি সমাধানের জন‍্য কী পরামর্শ দেওয়া যায়? হারনাজ উত্তর দেন, “সবথেকে বড় যে সমস‍্যার আজকালকার তরুণীরা সম্মুখীন হচ্ছে তা হল, নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। তুমি আলাদা এটা তোমাকে আরো সুন্দর করে তোলে। অন‍্যদের সঙ্গে নিজের তুলনা বন্ধ করে বরং চারিদিকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া দরকার। নিজের জন‍্য সুর চড়াও, কারণ তুমিই তোমার জীবনের নেতা। তুমিই তোমার কণ্ঠস্বর। আমি নিজেকে বিশ্বাস করি আর তাই আমি আজ এখানে দাঁড়িয়ে।”

এই উত্তরের পরেই টপ তিন প্রতিযোগীদের মধ‍্যে জায়গা করে নেন হারনাজ। খুব কম কথায় তাঁর স্পষ্ট জবাব মন জিতে নিয়েছিল সকলের। তার আগের পর্বে হারনাজের কাছে প্রশ্ন এসেছিল, বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের ব‍্যাপারে মানুষকে সচেতন করতে কী করা উচিত? তিনি স্পষ্ট উত্তর দিয়েছিলেন, কথা কম কাজ বেশি।

dolon

চলতি বছরের অক্টোবরে মিস ইন্ডিয়া ইউনিভার্সের শিরোপা পেয়েছিলেন হারনাজ। ২১ বছরের এই কন‍্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর পড়ছেন। মিস ইউনিভার্স জেতার আগে একাধিক সৌন্দর্যের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হারনাজ। কয়েকটি পঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর