বাংলা হান্ট ডেস্ক: মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হল হড়পা বান। কাদামাটির স্রোতে উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি তহসিলে অতিষ্ঠ জনজীবন। কমপক্ষে ৩টি গ্রামের অবস্থা এখন বেহাল। জানা গেছে রবিবার আচমকাই ঘটে এই বান, যার জেরে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব এস এ মুরুগেশন, উত্তরকাশীর মোরি তহসিলে হওয়া এই হড়পা বানে ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
#WATCH Tons river in Uttarkashi's Mori tehsil overflows following cloudburst in the area. Teams of ITBP, SDRF and NDRF engaged in rescue and evacuation. #Uttarakhand pic.twitter.com/fOpE6J30Kg
— ANI (@ANI) August 18, 2019
ঘটনাচক্রে জানা গেছে জলের তোড়ে বিপুল পরিমাণ কাদা পাথর নেমে আসায়, চাপা পড়ে গিয়েছে আরাকোট, মাকুডি ও টিকোচি গ্রামের একটি বিরাট অংশ। এই গ্রামগুলির সঙ্গে হিমাচল প্রদেশের যোগ স্থাপনকারী রাস্তা গুলো গুলো স্থাপনকারী রাস্তা গুলো একেবারে ধ্বংস হয়ে গেছে বলে খবর। উত্তরকাশীর পুলিস সুপার পঙ্কজ ভাট জানিয়েছেন, গ্রামের অধিকাংশ বাড়ি জলের তোড়ে নিচে নেমে গিয়েছে, যার ফলে উদ্ধার কার্যে বেশি পরিশ্রম করতে হচ্ছে ত্রাণকর্মীদের।
এদিকে, আহতদের চিকিৎসার জন্য দুন হাসপাতালে খুলেছে আপাদকালীন বিভাগ, উত্তরকাশী থেকে আহতদের আনা হচ্ছে সেখানে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারতের আবহাওয়ার পরিস্থিতির এখন এমনই হাল থাকবে, উন্নতির কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছে না হাওয়া অফিস, তাই জারি হয়েছে সতর্কবার্তা, সাবধান করা হয়েছে এলাকাবাসীদের।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!