ভাঙলো ব্র্যাডম্যানের ঐতিহাসিক রেকর্ড! ইংল্যান্ডের বিরাট কোহলির দাপটে নাস্তানাবুদ কিউয়িরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটার ডন ব্র্যাডম্যানের (Don Bradman) নাম কেই বা শোনেননি। ক্রিকেটের জগতে আজও অনেক ক্রিকেটপ্রেমী তাকে বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার বলে গণ্য করে থাকেন। নিজের জীবনের শেষ টেস্টের শেষ ইনিংসে এরিক হোলিসের বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। এরফলে তার ২৯ টেস্ট দিয়ে গড়া কেরিয়ারের গড় ১০০-তে পৌঁছয়নি। কিন্তু তার ৯৯.৯৪ গড় যে বিশ্ব ক্রিকেটে কেউ ভাঙতে পারবে না এই ব্যাপারে অনেকেই নিশ্চিত ছিলেন।

কিন্তু অবশেষে ভেঙে গেল সেই ধারণা। ডন ব্র্যাডম্যানের ঈর্ষণীয় এবং অবিশ্বাস্য গড়কে পেরিয়ে গেলেন ইংল্যান্ডের তরুণ তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক (Harry Brook)। এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে থাকা ইংল্যান্ড দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। প্রথম টেস্ট ম্যাচে বে ওভালে ব্যাট হাতে দুই ইনিংসে অর্ধশতরান করার পর দ্বিতীয় টেস্টেও ঝলসে উঠলো তার ব্যাট।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে মাত্র ৬৫ ওভার ব্যাটিং করে ৩১৫ রান তুলেছে। বাকি দিনের খেলা ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। শতরান করেন অভিজ্ঞ জো রুট এবং ব্রুক। রুট নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ১৮২ বল খেলে ১০১ রান করেছেন। ব্রুক অপরাজিত রয়েছে ১৮৪ রানে। এটি ছিল তার কেরিয়ারের ষষ্ঠ টেস্ট এবং নবম টেস্ট ইনিংস। ওয়েলিংটন টেস্টে তিনি ৮০০ রানের গণ্ডি অতিক্রম করলেন এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে তার গড় ছাড়িয়ে গিয়েছে ডন ব্র্যাডম্যানের গড়কে।

harry brooks

এই মুহূর্তে ছয়টি টেস্ট খেলার পর ব্রুকের গড় ১০০.৮৭। তার টেস্ট রানসংখ্যা আপাতত ৮০৭। পরিসংখ্যান বলছে কেরিয়ারের প্রথম ৯টি টেস্ট ইনিংস খেলে বিশ্বের কোন ক্রিকেটারে এত রান করতে পারেননি। প্রথম ৬ টেস্টের পর তার চেয়ে বেশি রান ছিল শুধুমাত্র সুনীল গাভাস্কার এবং ডন ব্র্যাডম্যানের। তবে এই টেস্টে ব্রুকের হাতে এখনো ৪ দিন রয়েছে তাদেরকে টপকে যাওয়ার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো এই টেস্ট সিরিজে ব্রুক যে তিনটি ইনিংস খেলেছেন সেই তিনটিতেই নিজের স্ট্রাইক রেট ১০০-র ওপরে রেখেছেন।

ইংল্যান্ড যে নতুন আগ্রাসি ব্র্যান্ডের ব্যাটিং টেস্ট ফরম্যাটে আমদানি করেছে তাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ব্রুকস। কিছুদিন আগেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, এই তরুণ তারকাকে ইংল্যান্ডের বিরাট কোহলি বলে উল্লেখ করেছিলেন। তার কোচ ম্যাককালামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৮৪ রানে অপরাজিত ব্রুক যদি ৩০২ রানের বেশি করতে পারেন তাহলে ওয়েলিংটনের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোর গড়বেন তিনি। প্রসঙ্গত এখনো অবধি কেরিয়ারে এখনো ডাবল সেঞ্চুরির স্বাদ পাননি ব্রুক।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর