বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট কে বলা হয় ভদ্রলোকের খেলা কিন্তু এই ক্রিকেটকেই কলুষিত করার চেষ্টা করলেন চেন্নাই সুপার কিংসের ক্যারিবিয়ান ক্রিকেটার ডিজে ব্রাভো। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস। আর এই ম্যাচে রান চুরি করতে গিয়ে ক্রিকেটকে কলুষিত করলেন ডিজে ব্রাভো। ব্রাভোর এমন কর্মকাণ্ড দেখে রেগে আগুন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে। তিনি সরাসরি দাবি করলেন রান চুরি করতে গিয়ে ক্রিকেটকে বারবার অপমান করছেন ব্রাভো।
ব্রাভোকে সাবধান করতে গিয়ে 2019 সালে রবীচন্দ্রন অশ্বিন বনাম জস বাটলার এর একটি ঘটনা টেনে আনেন তিনি। সেই বছর ক্রিজ থেকে এগিয়ে থাকার কারণে জস বাটলার কে মাঁকড়ীয় পদ্ধতিতে রান আউট করেছিলেন রবীচন্দ্রন অশ্বিন। যা নিয়ে ক্রিকেটে কম বিতর্ক হয়নি। এবার ব্রাভোর কর্মকান্ড দেখে সেই ঘটনায় মনে করিয়ে দিলেন হর্ষ ভোগলে।
https://twitter.com/GeoffLemonSport/status/1384174943819108365?s=20
এই ম্যাচে দেখা যাচ্ছিল রাজস্থানের বোলার মুস্তাফিজুর রহমান যখন বল করতে আসছিলেন তখনই ক্রিজ ছেড়ে প্রায় তিন গজ এগিয়ে যাচ্ছিলেন ব্রাভো। একবার নয় বারবার এমনটা করছিলেন ব্রাভো। আর ব্রাভোর এমন কর্মকান্ড দেখে কমেন্ট্রি বক্সে বসে থাকা হর্ষ ভোগলে বলে ওঠেন, ” ওহে ব্রাভো তুমি এমন কাজ করতে পারো না। এইভাবে বোলার বল করতে আসার আগেই ক্রিজ থেকে তিন গজ এগিয়ে থাকাকে রান চুরি বলে। ক্রিকেট তোমাকে সেই স্বাধীনতা দেয়নি। তুমি বারবার ক্রিকেটকে অপমান করছো।” সেই সঙ্গে ব্রাভোকে রান আউট করে দেওয়ারও দাবি তোলেন হর্ষ ভোগলে।