ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কারে সম্মানিত ‘মুন্নি’, সলমন খানকে পুরস্কার উৎসর্গ করলেন হর্ষালি

বাংলাহান্ট ডেস্ক: ভারতরত্ন ডঃ আম্বেদকর অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন অভিনেত্রী হর্ষালি মালহোত্রা (harshali malhotra)। কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’এ ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করে লাখো মানুষের মন জয় করেছিলেন তিনি। এখন অবশ‍্য সেই ছোট্ট মুন্নি অনেকটাই বড়। কিন্তু তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। রবিবার, ৯ জানুয়ারি বজরঙ্গি ভাইজান ছবিতে তাঁর অনবদ‍্য অভিনয়ের জন‍্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন হর্ষালি।

সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। মাঝে মধ‍্যেই ছবি, বিশেষ করে রিল ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। এই সুখবরটাও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলেই শেয়ার করেছেন তিনি। ভারতরত্ন ডঃ আম্বেদকর অ্যাওয়ার্ডটি হাতে নিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে হর্ষালি লিখেছেন, ‘এই অ্যাওয়ার্ডটি সলমন খান, কবীর খান, মুকেশ ছাবরাকে উৎসর্গ করলাম আমার উপরে বিশ্বাস রাখার জন‍্য। এটা গোটা বজরঙ্গি ভাইজান টিমের জন‍্য।’

913857 bajrangi bhaijaan
সলমন ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। ৯০ কোটি টাকা বাজেটের ছবিটি সারা বিশ্বে প্রায় ৯২২ কোটি টাকা কামিয়েছিল। ছবিতে ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। ছোটবেলায় এক দুর্ঘটনায় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে পাকিস্তানের মুন্নি। মায়ের সঙ্গে ভারতে এসে হারিয়ে যায় সে। ছোট্ট মুন্নিকে খুঁজে পায় বজরঙ্গি ওরফে সলমন। তখন থেকে শুরু হয় মুন্নিকে বাড়ি ফেরানোর লড়াই।

https://www.instagram.com/harshali__malhotra_/p/CYjtoosKR5J/?utm_medium=copy_link

ভারত থেকে পাক মুলুকে যাওয়ার সংগ্রাম আর তারপর মুন্নির বাবা মাকে খোঁজার গল্পই উঠে এসেছিল ছবিতে। সলমনের পাশাপাশি ছোট্ট হর্ষালির অভিনয়ও চোখে জল এনে দিয়েছিল দর্শকদের। তুমুল হিট হয়েছিল ছবিটি।

কিছুদিন আগেই বজরঙ্গি ভাইজানের সিক‍্যুয়েলের ঘোষনা করেছেন সলমন। তবে এখনো পর্যন্ত কিছুই তেমন ভাবে এগোয়নি বলেই জানিয়েছেন পরিচালক কবীর খান। তবে সিক‍্যুয়েলের জন‍্যও স্বাভাবিক ভাবে দর্শকদের প্রত‍্যাশা রয়েছে তুঙ্গে।


Niranjana Nag

সম্পর্কিত খবর