বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই লন্ডনে শিল্প সম্মেলনে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বাংলায় বিনিয়োগের লক্ষ্যে বাঙালি এবং আবাঙালি শিল্পপতিদের কাছে বিশেষ আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ওই শিল্প সম্মেলনে উপস্থিত হয়েছেন দেশের বিখ্যাত শিল্পপতিরাও। যাঁদের মধ্যে ছিলেন অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওয়াটিয়াও (Harshavardhan Neotia)।
কী জানিয়েছেন হর্ষ নেওয়াটিয়া (Harshavardhan Neotia):
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই অম্বুজা নেওয়াটিয়া গ্রুপ রিয়েল এস্টেট থেকে শুরু করে হসপিটালিটি, এডুকেশন সহ হেলথ কেয়ারের মত বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। এমতাবস্থায়, গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওয়াটিয়া (Harshavardhan Neotia) শিল্প সম্মেলনে উপস্থিত হয়ে জানান, “সম্প্রতি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমরা বাংলায় আগামী ৫ বছরের মধ্যে ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছি।”
Today, Smt. @MamataOfficial engaged in an interactive session with leading industrialists from Britain.
She showcased Bengal’s immense potential, not just as a land of abundance but as a thriving hub for industry and commerce.
Here are some glimpses pic.twitter.com/155z3rnBay
— All India Trinamool Congress (@AITCofficial) March 25, 2025
তিনি (Harshavardhan Neotia) আরও বলেন, “আমি এটা জানাতে পারি অত্যন্ত আনন্দিত যে আমাদের কোম্পানির হেডকোয়ার্টার কলকাতাতেই। আমাদের ৭০ শতাংশ বিনিয়োগ পশ্চিমবঙ্গেই রয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ আমরা সেখানে সফল হয়েছি এবং ‘হ্যাপি’ আছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও সহযোগিতা পাই।”
এদিকে, বাংলায় ব্রিটিশ বণিকমহল কেন বিনিয়োগ করবেন সেই প্রসঙ্গে হর্ষ ৩ টি কারণ উপস্থাপিত করেন। যেখানে তিনি (Harshavardhan Neotia) বলেন, মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যৌথতায়। এর পাশাপাশি দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন বিগত ১৩ বছরে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দুর্দান্ত জায়গায় পৌঁছেছে। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ প্রতিটি ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার LAC-তে বিরাজ করবে শান্তি, বড় পদক্ষেপ ভারত-চিনের, জানলে হবেন অবাক
এদিকে, তৃতীয় কারণ হিসেবে হর্ষ (Harshavardhan Neotia) জানান, পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসেবে প্রাধান্য পেয়েছে শান্তি। বাংলায় শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকে বলেও জানিয়েছেন তিনি। আর এই কারণগুলি উপস্থাপিত করে তিনি বণিক মহলের কাছে বাংলায় বিনিয়োগের আর্জি জানান।