অভিষেকেই বাজিমাত! প্রথম ভারতীয় হিসেবে দুর্ধর্ষ নজির গড়লেন হর্ষিত

বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুর ODI-তে অভিষেক ঘটল হর্ষিত রানার (Harshit Rana)। এদিকে, কেরিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচেই ছাপ রাখলেন এই খেলোয়াড়। তিনি ৩ টি উইকেট নিয়েছেন। পাশাপাশি, একটি দুর্ধর্ষ নজির গড়েছেন। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেক ক্রিকেট অনুরাগী।

ইতিহাস গড়লেন হর্ষিত রানা (Harshit Rana):

আসলে, হর্ষিত রানা (Harshit Rana) ভারতের হয়ে ৩ টি ফরম্যাটেই ডেবিউ করেছেন এবং প্রতিবারই ডেবিউ ম্যাচে ৩ বা তার বেশি উইকেট নিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ভারতীয় দল ১৯৭৪ সাল থেকে ODI ক্রিকেট খেলছে।

এমতাবস্থায়, ৫০ বছরের ইতিহাসে, আর কোনও ভারতীয় ক্রিকেটার হর্ষিত রানার মতো বিস্ময়কর নজির গড়তে পারেননি। নিজের অভিষেক টেস্টেই ৪ উইকেট নেন হর্ষিত রানা (Harshit Rana)। এদিকে, তিনি T20 অভিষেকে ৩ টি উইকেট নিয়েছিলেন। এখন তিনি ODI অভিষেকেও ৩ টি উইকেট হাসিল করেছেন।

আরও পড়ুন: আমেরিকা সফরের আগেই “সাহসী সিদ্ধান্ত” নেওয়ার পথে মোদী! বন্ধু ট্রাম্প হবেন খুশি

হর্ষিত রানার পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, হর্ষিত রানা (Harshit Rana) তাঁর প্রথম ODI ম্যাচে অনেকটা রান খরচ করে ফেলেছেন। ১ ওভারে তিনি দিয়ে ফেলেন ২৬ রান। যদিও, তারপরেই উইকেট নেওয়ার মাধ্যমে প্রত্যাবর্তন করেন তিনি। এই ডানহাতি ফাস্ট বোলার প্রথমে বেন ডাকেটকে আউট করেন। এরপর হ্যারি ব্রুকের উইকেট নেন তিনি। হর্ষিত রানার তৃতীয় শিকার হন লিয়াম লিভিংস্টন। শর্ট বলে এই ৩ টি উইকেটই নেন হর্ষিত।

আরও পড়ুন: এসে গেল নতুন চিন্তা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘুম উড়ল টিম ইন্ডিয়ার

২৪৮ রানে অলআউট ইংল্যান্ড: নাগপুর ODI-তে ইংল্যান্ড দল মাত্র ২৪৮ রান করতে পেরেছে। হর্ষিত রানা (Harshit Rana) ছাড়াও রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিরুদ্ধে বড় আঘাত হেনেছেন। জাদেজা মাত্র ২৬ রানে ৩ উইকে নেন। জো রুটের পাশাপাশি বাটলার ও আদিল রশিদের উইকেটও নিয়েছেন তিনি। ফলে দ্রুতই ভেঙে পড়ে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের হয়ে বাটলার সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন এবং বেথেল খেলেন ৫১ রানের ইনিংস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর