বাসে, ট্রেনে … আমাদের আশেপাশেই ঘুরছে এলিয়েনরা! বিজ্ঞানীদের দাবিতে শোরগোল চারিদিকে

বাংলা হান্ট ডেস্ক: সত্যি কি ভিনগ্রহীদের অস্তিত্ব আছে পৃথিবীতে? তা নিয়েই রহস্যের জাল বিস্তার হয়েছে বহুদূর। ইতিপূর্বে ভিনগ্রহী এবং UFO সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে নাসার  একটি স্বতন্ত্র কমিটি জানিয়েছিল এই বিষয়গুলি আমাদের পৃথিবীর রহস্যজনক বিষয়গুলির মধ্যে অন্যতম। এই ভিনগ্রহীদের কথা উঠলে প্রথমেই মনে প্রশ্ন আসে তাদের অস্তিত্ব নিয়ে।

প্রশ্ন ওঠে তারা কি সত্যিই  কোটি কোটি আলোকবর্ষ দূরে রয়েছেন? নাকি রয়েছেন আমাদের খুবই কাছে। সম্প্রতি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা পত্রে দাবি করা হয়েছে মানুষের মতো দেখতে এই ভিনগ্রহীরা এখন নাকি নেমে এসেছেন পৃথিবীর মাটিতেই।

   

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের Human Flourishing program-দাব, মাঝেমধ্যেই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে UFO-দেখতে পাওয়া যায় বলে শোনা যায়। আসলে তারা পৃথিবীতে থাকা তাদের স্বজাতির সঙ্গে দেখা করতে আসে। একই দাবি করা হয়েছে এনডিটিভি সহ অন্যান্য একাধিক প্রতিবেদনে।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! ভিসা ছাড়াই মনের আনন্দে ৬০ দিন ঘুরে আসুন বিদেশ

এছাড়া  ওই গবেষণা পত্রে আরও দাবি করা হয়েছে UAP বা ‘unidentified anomalous phenomena’- যাকে অনেকসময়েই UFO বলে অভিহিত করা হয় সেখানেও নাকি ভিনগ্রহীরা যাতায়াত করে। এমনকি যিনি সমীক্ষক তাঁর কাছে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ তথ্য ও প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়েছে।

Aliesn

আর শুনতে আবাক লাগলেও এই সমস্ত ই ভিনগ্রহীরা নাকি আদতে পৃথিবীর মাটিতেই রয়েছে, কেউ কেউ আবার চাঁদেও রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ভিনগ্রহীদের নিয়ে আরও এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এই গবেষণা পত্রের মাধ্যমে ভিনগ্রহী সংক্রান্ত আরও একটি হাইপোথিসিসকেও সমর্থন করা হয়েছে। যার নাম  নাম ‘crypto terrestrial hypothesis। সেখানে গবেষকরা crypto terrestrial নিয়ে গবেষণা করে জানিয়েছেন এই  ভিনগ্রহীরাই নাকি মানুষ সেজে থাকে আমাদের চারপাশে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর