হরিয়ানায় ঘুরে গেল ‘খেলা’! মুখ থুবড়ে পড়ল AAP, কংগ্রেস! BJP-র ফলাফল চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে দেশজুড়ে খানিকটা ধাক্কা খেয়েছিল পদ্ম শিবির। হরিয়ানা বিধানসভা নির্বাচনেও (Haryana Assembly Elections) বিজেপি কেমন ফলাফল করবে তা নিয়ে খানিকটা সংশয় ছিলই। তবে গণনা শুরু হতেই উল্টেপাল্টে গেল সব হিসেব! সম্পূর্ণ ফলাফল আসতে এখনও কিছুটা সময় বাকি আছে। তবে এখনও অবধি যা ট্রেন্ড, তাতে হরিয়ানা বিধানসভায় পদ্ম ফোটা স্রেফ সময়ের অপেক্ষা!

  • হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections) চমক দিল বিজেপি!

বিধানসভা ভোটের ট্রেন্ড বলছে, ৯০টি কেন্দ্রের মধ্যে এখনও অবধি একটিতেও খাতা খুলতে পারেনি আপ (AAP) শিবির। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৯০টি আসনের মধ্যে বর্তমানে ৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৩৩টি কেন্দ্রে লিড করছে কংগ্রেস (Congress)। একটি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে আপ শিবির।

অন্যদিকে বহুজন সমাজ পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল এবং নির্দল প্রার্থীরা ১টি করে আসনে এগিয়ে রয়েছেন। এদিনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ফলাফলে অনেকেই অবাক হয়েছেন। এবারের ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। ৯০টি আসনের মধ্যে ৮৮টিতেই প্রার্থী দিয়েছিল আপ। তবে কোনও আসনেই এগিয়ে নেই তারা।

আরও পড়ুনঃ ‘১ নভেম্বর থেকে…’! জুনিয়র ডাক্তারদের অনশনের মাঝেই এই দাবি মেনে নিল রাজ্য! বড় ঘোষণা সরকারের

এই প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হরিয়ানার বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেস ‘একলা চলো নীতি’ অনুসরণ করায় আজ এই অবস্থা। এতে বিজেপির (BJP) সুবিধা হয়েছে বলে মনে করছেন তাঁরা। আপ-কংগ্রেস জোট না করায় ভোট কেটে তা পদ্ম শিবিরের পকেটে ঢুকেছে। গণনা শুরু হওয়ার পর সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মত তাঁদের।

Haryana Assembly Elections

গত শনিবার হরিয়ানা বিধানসভায় নির্বাচন (Haryana Assembly Elections) হয়েছে। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল, বিজেপি যে খুব ভালো অবস্থায় রয়েছে তা নয়। তবে গণনা শুরু হতেই দেখা যায় পাল্টে গিয়েছে সব হিসেব! এদিকে জানা যাচ্ছে, হরিয়ানায় টানা তৃতীয়বার সরকার গঠনের আভাস মিলতেই বিজয় সমারোহ পালনের পরিকল্পনা শুরু করে দিয়েছে বিজেপি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর