এক স্কুলে শিক্ষকতার মেয়াদ পাঁচ বছর! শিক্ষাক্ষেত্রে বড় বদল আনল সরকার, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : হরিয়ানার (Haryana) শিক্ষা দফতরের (Teachers Transfer Policy) তৈরি টিচার ট্রান্সফার পলিসির নতুন খসড়ায় এবার শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল। কিছু পলিসি সংশোধন করার পর যে খসড়া এসেছে তাতে বলা হয়েছে, নতুন পলিসি অনুযায়ী এবার প্রায় ৭০ হাজার শিক্ষক বদলির হবেন। আগামী সপ্তাহেই মন্ত্রীসভার বৈঠকে নতুন নীতিমালা পাশ হবে বলে খবর। উল্লেখযোগ্য বিষয় হল, নতুন পলিসির জেরে আগের নিয়মের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে।

নতুন নিয়মের জেরে এবার শিক্ষকরা ব্লক অনুযায়ী স্কুল বেছে নিতে পারবেন। একজন শিক্ষক একটি স্কুলে পাঁচ বছরের বেশি থাকতে পারবেননা। শোনা যাচ্ছে, মন্ত্রীসভায় শিলমোহর পাওয়ার পর চলতি জুলাইয়ের শেষ থেকেই বিষয়টি নিয়ে তৎপর হবে হরিয়ানা সরকার। লক্ষ্য, আগামী আগস্টের মধ্যে বিষয়টি সার্বিকভাবে লাগু করা হবে। আর আপাতত সেই চেষ্টাতেই রয়েছে হরিয়ানা সরকার।

উল্লেখ্য, প্রথম যখন বিষয়টি উত্থাপন করা হয় তখন সিএমও নতুন পলিসির কিছু জায়গায় আপত্তি জানিয়েছিলেন। পাশাপাশি বেশকিছু নিয়ম পরিবর্তন করারও পরামর্শ দিয়েছিলেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের তরফ থেকে সেইসব আপত্তিজনক বিষয়গুলিকে সংশোধন করা হয়। এমনকি নতুন নীতিতে আরও এক নতুন এবং গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়।

জানা যাচ্ছে, এবার থেকে গোটা রাজ্যে নর্মালাইজেশনের মাধ্যমে নয় বরং শিক্ষক নিয়োগ হবে ব্লক অনুযায়ী। পূর্বের নিয়মানুযায়ী, পদসংখ্যার চেয়ে আবেদনের সংখ্যা বেশি হলে দূরের জেলায় বদলি করা হত তাদের। যাতে সমস্যায় পড়তেন বহু মানুষ। তবে এই নতুন পলিসি যে শিক্ষক সন্তষ্টির কারণ হবে সে কথা বলাই বাহুল্য।

এছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ ছাড়া অনেক জায়গায় জোন সংক্রান্ত সমস্যারও সম্মুখীন হতে হয়েছে অনেককে। আর বদলি অভিযানের ত্রুটি নিয়ে প্রতিবারই আন্দোলন করে আসছেন শিক্ষকরা। অবশেষে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে হরিয়ানা সরকার। বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে পরামর্শ গ্রহণের পর টিচার ট্রান্সফার পলিসির সংশোধন করেছে হরিয়ানার শিক্ষা দপ্তর।

manohar lal khattar 1200 1

উল্লেখ্য, এইমুহুর্তে বদলির অপেক্ষায় রয়েছেন প্রায় ৭০ হাজারের বেশি শিক্ষক। যারমধ্যে ৩০,৩৬৭ জন পারমানেন্ট এবং ৫,২৪১ জন গেস্ট টিচার। নতুন পলিসি অনুযায়ী, যেসব শিক্ষক পাঁচ বছরের বেশি সময় ধরে এক জায়গায় বসে আছেন এবং এখন বদলি হতে ইচ্ছুক তাদের এবার বদলি করা হবে। এখন দেখার বিষয় হল, কবে থেকে এই নিয়ম লাগু করা হয়।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর