BREAKING NEWS: করোনায় আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী, ট্যুইট করে নিজেই জানালেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানা (Haryana) বিধানসভার বর্ষার অধিবেশনের আগে একের পর এক নেতা করোনায় আক্রান্ত হচ্ছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (manohar lal khattar) নিজেও করোনায় আক্রান্ত হলেন। উনি এই কথা নিজেই ট্যুইট করে জানান। আজ সকালে মুখ্যমন্ত্রীর স্যাম্পেল পঞ্চকুলার ল্যাবে হয়। সেখানে পরীক্ষার পর ওনার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এবার হরিয়ানার স্বাস্থ্য বিভাগ মুখ্যমন্ত্রীর সংস্পর্শে আশা ব্যাক্তিদের সূচি তৈরি করছে।

জানিয়ে দিই, হরিয়ানা বিধানসভার স্পীকারও করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিজেপি বিধায়কের করোনা রিপোর্টও পজেটিভ এসেছে। এমএলএ হোস্টেল সেক্টরের তিন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। ২৬ আগস্ট থেকে শুরু হতে চলা বর্ষার অধিবেশনের আগে স্বাস্থ্য সুরক্ষার খাতিরে সমস্ত বিধায়ক, আধিকারিক এবং কর্মচারীরা করোনার পরীক্ষা করানোর নির্ণয় নিয়েছে। স্পীকার জ্ঞান চন্দ্র গুপ্তা টেস্ট করিয়েছিলেন, আজ ওনার টেস্ট পজেটিভ আসে। এছাড়াও ইন্দ্রি থেকে বিজেপির বিধায়ক রাম কুমার কশ্যপের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

গুপ্তা এবং কশ্যপ অধিবেশনে অংশ নেবেন না। স্পীকার নিজেকে আইসোলেট করে নিয়েছে। কিছুদিনের মধ্যেই ওনার আরেকটি টেস্ট করানো হবে। রবিবার স্পীকারের পার্সোনাল অ্যাসিস্টেন্ট সমেত ছয় বিধানসভা কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এখনো পর্যন্ত ৩৩অ জন কর্মীর করোনার রিপোর্ট করানো হয়েছে। অনেক বিধায়ক এখন করোনা রিপোর্ট করাচ্ছেন। আর একে একে সবার রিপোর্ট আশা শুরু হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর