চীনকে মাত দিতে এবার হরিয়ানা সরকারের নয়া উদ্যোগ, বাতিল করা হচ্ছে একাধিক বিদ্যুৎ খাতের চুক্তিপত্র

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীনের (China) সংঘর্ষের পরবর্তীতে চীনা হাঁটাও-এ সামিল এবার হরিয়ানাও (Haryana)। চীনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে হরিয়ানা সরকার। বাতিল করতে চলেছে একাধিক চুক্তিপত্র। এবার সংকটে পড়বে চীন সরকার।

ভারত-চীন সংঘর্ষ
লাদাখ সীমান্তে ভারত চীন উত্তেজনা চরমে পৌঁছানোর ফলে বৈঠক চলাকালীন চীনা সেনারা আকস্মিক হামলা চালায় ভারতীয় সেনার উপর। হাতাহাতিতে প্রাণ যায় ২০ ভারতীয় বীর যোদ্ধার। এরপর থেকেই সমস্ত ভারত জুড়ে চীন হাঁটাও, দেশ বাঁচাও শ্লোগান চলতে থাকে।

manohar lal khattar 1592378126

চীনের বিরুদ্ধে এবার হরিয়ানা সরকার
দেশের ছোট, বড় নির্বিশেষে সকলেই চীনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। এরই মধ্যে চীনা পণ্য বর্জনের পথে হাঁটল এবার হরিয়ানাও। চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তিপত্র বাতিলের সিদ্ধান্ত নিলেন হরিয়ানা সরকার। যার ফলে কিছুটা হলেও মাত দেওয়া যেতে পারে চীন সরকারকে।

বদল ঘটবে পূর্বের চুক্তিপত্রে
হরিয়ানা পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডের হিশার ও যমুনা নগর প্লান্টে ফ্লু গ্যাস দেশসুলফুরিয়েশন সিস্টেম স্থাপনের জন্য পুনরায় কাজ শুরু হবে। পূর্বের চুক্তিপত্রে যমুনা নাগর উদ্ভিদের ক্ষেত্রে তিনটি বিড চীনা কোম্পানির এবং দুটি বিড ভারতীয় সংস্থা্র থেকে নেওয়া হয়েছিল। ইপিআইএল এবং বিএইচএল হল সেই ভারতীয় সংস্থা। এবং হিশার প্রকল্পের জন্য দুটি চীনা সংস্থা বিড এবং একটি বিএইচইএলের বিড এবং অন্যটি বিদেশি সংস্থার যৌথ সহযোগিতায় নেওয়া হয়েছিল।

চীনা প্রাধান্য চাইছে না হরিয়ানা সরকার
এই দুটি প্রজেক্টেই প্রায় ৬০০ কোটি টাকা নিয়োগ করা হয়েছিল। তবে বর্তমানে সরকার সমস্ত প্রজেক্ট থেকে চীনা কর্তৃত্ব সরিয়ে ভারতীয় সংস্থাকে কাজে লাগাতে চাইছে হরিয়ানা সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর