বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar) বলেন, আমরা সরকার গড়ছি। প্রসঙ্গত, খট্টরের এই বয়ান ছয় নির্দলীয় বিধায়কের বিজেপিকে সমর্থন দেওয়ার ঘোষণা পর সামনে আসে। মনোহর লাল খট্টর এখন দিল্লীতে হরিয়ানা ভবনে আছে। ওনার সাথে তিন নির্দলীয় বিধায়ক উপস্থিত আছেন হরিয়ানা ভবনে। খবর অনুযায়ী, নির্দলীয় বিধায়ক রণধীর গৌলত, রণজিৎ সিং, বলরাজ কুণ্ডু, রাকেশ দৌলাতাবাদ আর গোপাল কান্ডা বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
Delhi: #Haryana CM ML Khattar arrives at the residence of Bharatiya Janata Party Working President JP Nadda. pic.twitter.com/SaQKozMiSE
— ANI (@ANI) October 25, 2019
আপানদের জানিয়ে রাখি, মনোহর লাল খট্টর আজ বিজেপির কার্যকারী সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানা বিজেপির পর্যবেক্ষক আর অমিত শাহ এর সাথে বৈঠক করবেন। উল্লেখ্য, বিজেপি এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৪০ টি আসন পেয়েছে, আর সরকার গঠনের জন্য মাঠ ছয় জন বিধায়কের দরকার। হরিয়ানার ছয়জন বিধায়ক ইতিমধ্যে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
Haryana CM ML Khattar: I am optimistic and we are going to form the government in #Haryana. pic.twitter.com/x44SufLTBz
— ANI (@ANI) October 25, 2019
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর আজ বিকেলে অথবা শনিবারের মধ্যে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী রুপে শপথ গ্রহণ করতে চলেছেন। সুত্র অনুযায়ী, উনি আজ বিকেলে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি পেশ করবেন। আপনাদের জানিয়ে রাখি, হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০১৯ এ বিজেপি সবথেকে বড় দল হয়ে উঠে এসেছে, যদিও বিজেপি এখনো সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে আছে।
Ranjit Singh, independent candidate from Haryana's Rania constituency, at Haryana Bhawan in Delhi: I have openly said that I extend my support to Bharatiya Janata Party https://t.co/zu5ct7VLgV pic.twitter.com/iGuDEw6VO5
— ANI (@ANI) October 25, 2019
সুত্র অনুযায়ী, শুক্রবার বিজেপির বিধায়ক দলের বৈঠক হবে, যেখানে মনোহর লাল খট্টরকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হবে, এরপর উনি রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি পেশ করবেন। সুত্র থেকে জানা যায় যে, দীপাবলির পর মন্ত্রী মণ্ডলের গঠন করা হবে।